যশোরের মনিরামপুরে শিক্ষক ফারুক আল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) মনিরামপুর পৌরসভা গেটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষক ও সমাজকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত দুঃখজনক। এ মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
জানা যায়, গত ৫ মে ফারুক আল মাহমুদ জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। এ ঘটনার জেরে অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় দুজন আহত হন।পরে আক্তার হোসেনের ভাগ্নে মো. রিয়াদ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তবে শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের বেশিরভাগই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না।
শিক্ষার্থীরা এ মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, একজন সংগ্রামী শিক্ষককে হয়রানিমূলক মামলায় জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তারা ফারুক আল মাহমুদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে শিক্ষার্থী হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুম, তাসনিম হাসান বর্ষা, রেজোয়ান, নুসরাত, মিষ্টি সাকিব, দিপ্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন