রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ঋণের চাপে’ ফাঁস নিলেন আ.লীগ নেতা

‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা। ছবি : কালবেলা
‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে সানা উল্লাহ (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজীবাড়ী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়। সানা উল্লাহ একই এলাকার মৃত শাহাদাত উল্লাহর ছেলে। সাগর্দী গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদের দায়িত্বে ছিলেন তিনি। তা ছাড়া তিনি একটি চায়ের দোকান চালাতেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়ে, ছেলেকে বিদেশ পাঠানো এবং সংসারের ব্যয় বাড়তে থাকায় গত এক বছর ধরে রায়পুরের মীরগঞ্জ বাজারে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম, রিক ও এসো গড়ি উন্নয়নসহ ১৪টি এনজিও থেকে ঋণ নেন সানা উল্লাহ। গত কয়েকদিন ধরে সানাউল্লাহসহ তার পরিবরকে রিক, প্রজন্ম ও এসো গড়ি উন্নয়নের ম্যানেজার তাদের সংস্থার ঋণ পরিশোধে চাপ সৃষ্টি করেন। এ ঋণ পরিশোধ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

সোমবার সকালে সানা উল্লাহ তার চা দোকানে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল ৯টার দিকে এক ব্যক্তি চা খেতে এসে তার দোকানের শাটার বন্ধ দেখেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বাড়ির পাশে পুকুর পাড়ে আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানা উল্লাহর মরদেহ দেখতে পায়। এলাকাবাসী সকাল ১০টার দিকে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এনজিও রিকের ম্যানেজার তরিকুল, এসো গড়ি উন্নয়নের ম্যানেজার সালাউদ্দিন ও প্রজন্মের ম্যানেজার সফিক উদ্দিন বলেন, আমাদের সংস্থা থেকে ঋণ নিয়েছেন সানা উল্লাহ। কিস্তির টাকা পরিশোধে তাকে ফোন দিয়েছি। কোনো চাপ সৃষ্টি করিনি।

ইউপি সদস্য মো. জাহিদুল আলম সুমন বলেন, আওয়ামী লীগ নেতা সানা উল্লাহ চা বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন। সম্প্রতি এক ছেলে বিদেশ পাঠানো ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলের লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাতে তিনি কয়েকটি এনজিও এবং কয়েকজন ব্যক্তির কাছ থেকে সাপ্তাহিক পরিশোধের শর্তে টাকা ধারও নেন। ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় সানা উল্লাহ আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বসতঘরের পাশে পুকুর পাড়ে আমগাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সানা উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X