রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ঋণের চাপে’ ফাঁস নিলেন আ.লীগ নেতা

‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা। ছবি : কালবেলা
‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে সানা উল্লাহ (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজীবাড়ী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়। সানা উল্লাহ একই এলাকার মৃত শাহাদাত উল্লাহর ছেলে। সাগর্দী গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদের দায়িত্বে ছিলেন তিনি। তা ছাড়া তিনি একটি চায়ের দোকান চালাতেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়ে, ছেলেকে বিদেশ পাঠানো এবং সংসারের ব্যয় বাড়তে থাকায় গত এক বছর ধরে রায়পুরের মীরগঞ্জ বাজারে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম, রিক ও এসো গড়ি উন্নয়নসহ ১৪টি এনজিও থেকে ঋণ নেন সানা উল্লাহ। গত কয়েকদিন ধরে সানাউল্লাহসহ তার পরিবরকে রিক, প্রজন্ম ও এসো গড়ি উন্নয়নের ম্যানেজার তাদের সংস্থার ঋণ পরিশোধে চাপ সৃষ্টি করেন। এ ঋণ পরিশোধ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

সোমবার সকালে সানা উল্লাহ তার চা দোকানে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল ৯টার দিকে এক ব্যক্তি চা খেতে এসে তার দোকানের শাটার বন্ধ দেখেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বাড়ির পাশে পুকুর পাড়ে আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানা উল্লাহর মরদেহ দেখতে পায়। এলাকাবাসী সকাল ১০টার দিকে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এনজিও রিকের ম্যানেজার তরিকুল, এসো গড়ি উন্নয়নের ম্যানেজার সালাউদ্দিন ও প্রজন্মের ম্যানেজার সফিক উদ্দিন বলেন, আমাদের সংস্থা থেকে ঋণ নিয়েছেন সানা উল্লাহ। কিস্তির টাকা পরিশোধে তাকে ফোন দিয়েছি। কোনো চাপ সৃষ্টি করিনি।

ইউপি সদস্য মো. জাহিদুল আলম সুমন বলেন, আওয়ামী লীগ নেতা সানা উল্লাহ চা বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন। সম্প্রতি এক ছেলে বিদেশ পাঠানো ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলের লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাতে তিনি কয়েকটি এনজিও এবং কয়েকজন ব্যক্তির কাছ থেকে সাপ্তাহিক পরিশোধের শর্তে টাকা ধারও নেন। ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় সানা উল্লাহ আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বসতঘরের পাশে পুকুর পাড়ে আমগাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সানা উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১০

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১১

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১২

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৩

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৪

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৫

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

১৬

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

১৭

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

১৮

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

১৯

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

২০
X