দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

চুরির সন্দেহে কিশোরকে মারধর, পরে বস্তাবন্দি করে ফেলা হলো নদীতে

বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি : কালবেলা
বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি : কালবেলা

দিনাজপুর সদর উপজেলায় মোবাইল চুরির সন্দেহে এক কিশোরকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তার ভাতিজা নুর হাবীব নয়ন (২০)।

ভুক্তভোগী কিশোর সাজেদুর রহমানের (১৩) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে গাবুড়া নদীর পাড়ে দুই ব্যক্তিকে একটি কিশোরকে মারধর করতে দেখা যায়। পরে কিশোরটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেন তারা। এসময় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে কিশোরটিকে উদ্ধার করেন। এ সময় ওই দুই যুবককে এলাকাবাসী আটক করে মারধর শুরু করে। এলাকাবাসী ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই দুই যুবককে আটক করে ভিকটিম সাইদুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা হাফেজুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তার ছেলে ওই দোকানে গিয়েছিল। পরে মোবাইল চুরির বিষয়ে তার ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। বুধবার বেলা ১১টায় তার ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তার চাচা খাদিমুল তার ছেলের পথ রোধ করেন। পরে তার ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তারা। পরে বিভিন্ন এলাকা ঘুরে তারা তার ছেলেকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মোবাইল চুরির সন্দেহে কিশোরটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছেন। বর্তমানে কিশোরটি সুস্থ আছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাব না’

পারস্য উপসাগর / ইরানের চাপে নাম পরিবর্তনের ভাবনা থেকে সরছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির

টিভিতে আজকের খেলা

১৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫ মে : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু

১০

সীমান্তের ভুল তথ্য দিয়ে হয়রানি, ভুয়া এনএসআই সদস্য আটক

১১

হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

১২

৪ মাসের শিশু চুরি, ৬ দিন পর গ্রেপ্তার নিঃসন্তান দম্পতি 

১৩

চুরির সন্দেহে কিশোরকে মারধর, পরে বস্তাবন্দি করে ফেলা হলো নদীতে

১৪

সীমান্তে ‘পুশইন’ করা সেই ৪৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

১৫

এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতবিনিময় সভা 

১৬

৪০৮ হজযাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম ফ্লাইট

১৭

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা নিরাপত্তার প্রতি হুমকি : সিবগাতুল্লাহ 

১৮

জার্মান রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা মঈন খানের 

১৯

আয়কর ও শুল্ক ক্যাডারের অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তাদের গণপদত্যাগ 

২০
X