দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

চুরির সন্দেহে কিশোরকে মারধর, পরে বস্তাবন্দি করে ফেলা হলো নদীতে

বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি : কালবেলা
বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি : কালবেলা

দিনাজপুর সদর উপজেলায় মোবাইল চুরির সন্দেহে এক কিশোরকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তার ভাতিজা নুর হাবীব নয়ন (২০)।

ভুক্তভোগী কিশোর সাজেদুর রহমানের (১৩) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে গাবুড়া নদীর পাড়ে দুই ব্যক্তিকে একটি কিশোরকে মারধর করতে দেখা যায়। পরে কিশোরটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেন তারা। এসময় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে কিশোরটিকে উদ্ধার করেন। এ সময় ওই দুই যুবককে এলাকাবাসী আটক করে মারধর শুরু করে। এলাকাবাসী ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই দুই যুবককে আটক করে ভিকটিম সাইদুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা হাফেজুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তার ছেলে ওই দোকানে গিয়েছিল। পরে মোবাইল চুরির বিষয়ে তার ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। বুধবার বেলা ১১টায় তার ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তার চাচা খাদিমুল তার ছেলের পথ রোধ করেন। পরে তার ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তারা। পরে বিভিন্ন এলাকা ঘুরে তারা তার ছেলেকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মোবাইল চুরির সন্দেহে কিশোরটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছেন। বর্তমানে কিশোরটি সুস্থ আছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা / শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

মধ্যরাত থেকে মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

গণঅভ্যুত্থানে সাংবাদিকদের কার্যক্রমকে অস্বীকার, বাগছাস নেতাকে আলটিমেটাম

এনসিপি থেকে আরও ২ নেতার পদত্যাগ

দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

১০

বোনের চল্লিশার মুরগি আনতে গিয়ে সড়কে গেল ভাইয়ের প্রাণ

১১

ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

১২

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা 

১৩

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১৪

দুর্গাপূজায় ডিউটিরত আনসার কমান্ডারের মৃত্যু

১৫

‘অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে’

১৬

লাউয়াছড়া উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে পর্যটকরা

১৭

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

১৮

ধর্মের নামে সমাজের বিভক্তি রুখে দেবে জনগণ : রহমাতুল্লাহ 

১৯

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৫২ রান

২০
X