যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে বেধড়ক মারধর

অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান। ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। মঙ্গলবার (১৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিক ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তার কাছে অভিযোগ করেন ওই সহকর্মী। এরপর ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর ওই শিক্ষককে মারপিট করেছেন অভিযুক্ত শিক্ষক।

সহকর্মীকে মারপিট করা ওই শিক্ষকের নাম মজনুর রহমান। তিনি উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আর মারপিটের শিকার শিক্ষক রবিউল ইসলাম একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক রবিউল ইসলাম বুধবার (১৪ মে) রাতে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি জেলা প্রশাসক ও ইউএনও বরাবর মজনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

মারধরের শিকার শিক্ষক রবিউল ইসলাম বলেন, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিয়ম মেনে স্কুলে আসেন না মজনুর রহমান। তিনি বিদ্যালয়ে এলেও ক্লাস না নিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে দু-এক ঘণ্টা অফিসে বসে চলে যান।

তিনি বলেন, ইউএনও আমাদের স্কুলে এসে সবকিছু এলোমেলো পান। তখন স্কুলে ছিলেন না মজনুর রহমান। আমি ইউএনওকে মজনুর বিষয়ে সবকিছু জানাই। ইউএনও বিদ্যালয়ে থাকতেই খবর পেয়ে মজনুর রহমান স্কুলে আসেন। পরে ইউএনও চলে যাওয়ার পর মজনু বাঁশের লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করেন। আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। সেখানে লিখিত অভিযোগ দিয়ে ইউএনওর কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। এরপর রাত ১০টার দিকে থানায় মজনুর বিরুদ্ধে এজাহার জমা দিয়েছি।

অভিযোগের বিষয়ে মজনুর রহমান বলেন, মঙ্গলবার আমার তিনটা ক্লাস ছিল। সব ক্লাস নিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাইরে গিয়েছিলাম। ইউএনও বিদ্যালয়ে আসার খবর শুনে ফিরে এসেছি।

সহকর্মীকে মারপিটের অভিযোগের বিষয়ে মজনুর রহমান বলেন, মাথা ঠিক ছিল না। একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে।

দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, মজনুর রহমান নিয়মিত স্কুলে আসেন। পরে ব্যস্ততা দেখিয়ে তিনি আর কিছু বলেননি।

ইউএনও নিশাত তামান্না বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মজনুর রহমানকে প্রথমে পাওয়া যায়নি। তিনি পরে এসেছেন। আমি চলে আসার পর মজনু বিদ্যালয়ের অপর শিক্ষক রবিউলকে মারধর করেছেন বলে লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী লিখিত অভিযোগের সঙ্গে হাসপাতালের ব্যবস্থা পত্রের কপি জুড়ে দিয়েছেন। ঘটনা তদন্ত করে দেখব।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, মজনুর রহমানের বিরুদ্ধে লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

লন্ডনে বৈঠক / অনৈক্যের আশঙ্কা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি : রাশেদ প্রধান 

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

তেলআবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

ট্রাম্পের ভিত নড়বড়ে করে দিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরান-ইসরায়েল হামলা / ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

১০

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

১১

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১২

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

১৩

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

১৪

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

১৬

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

১৭

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১৯

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

২০
X