ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেইট সংলগ্ন মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি ময়মনসিংহ মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউস রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে।
এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রাব্বী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট এলাকায় বসে ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ছাব্বির (২৩) নামের এক যুবক তার ওপর চড়াও হন এবং মাথায় ছুরিকাঘাত করেন।
আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন