সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল মাজারে ওরস শুরু, বন্ধ নাচ-গান

সিলেটে শাহজালাল মাজারে ওরস শুরু। ছবি : কালবেলা
সিলেটে শাহজালাল মাজারে ওরস শুরু। ছবি : কালবেলা

শুরু হয়েছে সিলেটের ৭০০ বছরের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস। রোববার (১৮ মে) সকাল ১০টায় গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা।

প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.)-এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত-আশেকান জড় হন শাহজালালের মাজারে। মাজারে গিলাফ ছাড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।

শুক্রবার রাত থেকেই ভক্তরা আসতে শুরু করেন মাজার প্রাঙ্গণে। দুই দিনব্যাপী ওরস মাহফিলে জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।

অন্যান্য বছরের মতো এবার ভক্ত-আশেকানদের আসর বসেনি মাজার এলাকায়। এবার শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে সিলেটের সব দল-মতের মানুষের সঙ্গে মতবিনিময় করেছে।

রোববার সকালে শাহজালালের মাজার এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় জমিয়েছেন মাজারের ভক্ত-অনুরাগীরা। সকাল ১০টার দিকে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। দলে দলে ভক্ত-অনুরাগীরা প্রবেশ করছেন মাজারে। চারপাশে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখর মাজার এলাকা। সকাল থেকে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে প্রতি বছর ওরসে মাজারের আশপাশের এলাকায় সামিয়ানা টানিয়ে আসর বসান ভক্তরা। তবে রোববার সকাল থেকে কোনো আসর বসাতে দেখা যায়নি। মাজারের পেছনে একটি জায়গায় বসে ভক্তদের মিলাদ পড়তে দেখা গেছে। তাছাড়া সার্বিক নিরাপত্তায় অস্থায়ী পুলিশ বক্স স্থাপন ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

এর আগে ওরস উপলক্ষে গত শুক্রবার বিকেলে মাজার এলাকা পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম। পরে তিনি মাজার মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

শাহজালাল মাজারের খাদেম সামুন মাহমুদ কালবেলাকে বলেন, ওরসে শিরক বা বিদআতমূলক কোনো কার্যক্রম করা যাবে না। বসানো যাবে না গাঁজার বা নাচ-গানের আসর। এবার ওরসে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ওরসে সব রকম অপরাধমূলক কার্যক্রম বন্ধে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। কেউ যাতে মদ-গাঁজার আসর না বসান সে বিষয়টি তদারক কমিটি সার্বক্ষণিক খেয়াল রাখবে। সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি মাজার প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, শিরক ও বিদআতমূলক কার্যক্রম পরিহার করে এ বছর ওরস সম্পন্ন হবে। ভক্তদের নিরাপত্তার স্বার্থে মাজার প্রাঙ্গণে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

তিনি বলেন, নামাজ ছাড়া মাজারে যেন কেউ সেজদা না দেন, শিরক-বিদআতমূলক কাজে জড়িত না থাকেন এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও মাজার আঙিনায় পোস্টার স্থাপন করা হয়েছে। নারীরা পর্দার সঙ্গে অবস্থান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

‘পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে চায় সরকার’

ঢাবি উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানালেন সাম্যের বড় ভাই

থানায় এসে ভুয়া অতিরিক্ত ডিআইজি আটক

প্রায় ২ কোটি মানুষের আর্থিক উন্নয়নে ভূমিকা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

স্নায়ুযুদ্ধে পরাজয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

‘নতুন বাংলাদেশ গড়তে জনসম্পৃক্ত নেতৃত্ব তৈরি করতে হবে’

ট্রাম্পের আশ্বাসে সিরিয়ায় বিশ্বব্যাংকের তৎপরতা

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৮ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১০

সীমান্তে হামলায় ২ বিজিবি সদস্য আহত

১১

আবাসিক এলাকা থেকে সিগারেট কারখানা অপসারণের দাবি

১২

বৈষম্যবিরোধী আন্দোলনের ১৬ নেতাসহ অর্ধশতাধিক কর্মীর পদত্যাগ

১৩

ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতিসংঘ

১৪

ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক অধ্যক্ষ

১৫

দক্ষিণ সিটির প্রশাসক ঢাকা ওয়াসার নতুন এমডি

১৬

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

১৭

পুলিশের ওপর হামলা, আহত ওসি-ফাঁড়ি ইনচার্জ

১৮

জাতির স্বার্থে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে : ঢাবি ভিসি

১৯

শেখ হাসিনার সম্পদের হিসাবে গরমিল পেয়েছে দুদক

২০
X