সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

কর্মী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। ছবি : কালবেলা
কর্মী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। ছবি : কালবেলা

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ আশা করছে, দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ পরিচালনা করবে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোমিনুল ইসলাম মোমিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্বাচনী উৎসব করতে দেয়নি। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদপত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। এজন্য তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে। দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। এজন্য তিনি দলের প্রতিটি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ করে জনগণের মন জয় করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরই দলে স্থান দেওয়া হবে।

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মানুন আহমদ রিপনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও জাহেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি মীর্জা জাহিদুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মো. এখলাছুর রহমান মুন্না, মো. কামরান হোসেন হেলাল, সেলিম আহমদ সেলু, আবুল কালাম আজিজ খোকন, মো. লুৎফুর রহমান, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক আহমদ, জাহিদ হাসান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সাহেল আহমদ, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, মাহমুদুর রহমান বাবর ও সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল।

উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ময়না, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদরুল আলম, মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, আব্দুল মন্নান ও সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রোমান আহমদ রাজু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, এহসানুল করিম মিশু, তানবীর আহমদ ও সিনিয়র সদস্য আব্দুল জলিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

১০

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

১১

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

১২

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

১৩

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১৪

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১৫

বিপাকে স্বরা ভাস্কর

১৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৭

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১৮

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৯

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

২০
X