কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির কমিটির ঝুলে থাকায় স্থবির অবস্থায় রয়েছেন পদপ্রত্যাশী নেতারা। এতে দলীয় কর্মীরাও পড়েছেন দোটানায়। উপজেলা পর্যায়ে বিএনপির কর্মিসভা হওয়ার দুই মাসেও কমিটি ঘোষণা হয়নি।
জেলার নেতারা বলছেন, দ্রুত উপজেলা কমিটি দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আহ্বায়ক পদে লড়াইয়ে আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল বারী সরকার, সাবেক সিনিয়র সহসভাপতি সহঅধ্যাপক আবু হানিফা, সহঅধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কমিটি আসবে জেলা কমিটির কাছে এটাই চাওয়া।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, অনেকদিন হলে গেল উপজেলায় বিএনপির কমিটি শূন্য রয়েছে। আমরা আশা করছি দায়িত্বশীলরা একটি সুন্দর কমিটি উপহার দেবেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, যেহেতু বর্তমান চিলমারী বিএনপির কমিটি শূন্য রয়েছে, তাই দ্রুত একটি আহবায়ক কমিটি দেওয়া হবে।
চিলমারীতে বিএনপির কমিটিতে এক সময় গ্রুপিং থাকলেও বর্তমানে এমন কিছু নেই উল্লেখ করে জেলা আহ্বায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান জানান, দ্রুতই একটি দায়িত্বশীল কমিটির অনুমোদন দেওয়া হবে।
মন্তব্য করুন