চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

কুড়িগ্রামের চিলমারীতে হিমেল হাওয়া ও শীতের প্রবণতা বাড়তে শুরু করেছে। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে হিমেল হাওয়া ও শীতের প্রবণতা বাড়তে শুরু করেছে। ছবি : কালবেলা

গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের চিলমারীতে হিমেল হাওয়া ও শীতের প্রবণতা বাড়তে শুরু করেছে। মধ্যরাত থেকে পরের দিন সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এ অঞ্চল। এর ফলে খোলা জায়গা, ঘরের ভেতর ও দোকানের সামনে আগুন জ্বালিয়ে শীত নিবারণের প্রবণতা বেড়েছে। তবে অসতর্কভাবে আগুন পোহানো প্রাণহানি ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

ফায়ার সার্ভিস ও চিকিৎসকের দেওয়া তথ্যমতে, শীতকালে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লাগা, দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়া এবং ঘরের ভেতর কয়লা বা কাঠ জ্বালানোর ফলে ধোঁয়াজনিত শ্বাসকষ্টসহ নানা দুর্ঘটনা ঘটে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা বেশি ঝুঁকিতে থাকেন। এ ছাড়া বন্ধ ঘরে কয়লা বা কাঠ জ্বালালে কার্বন মনোক্সাইড গ্যাস জমে অচেতনতা ও মৃত্যুর আশঙ্কা থাকে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন জানান, শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন। এ সময়ে ঘরের ভেতর কখনোই কয়লা বা কাঠ জ্বালানো যাবে না, আগুনের পাশে দাহ্য বস্তু, কাপড় বা প্লাস্টিক না রাখা, শিশুদের আগুনের কাছ থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি। এ ছাড়া খোলা জায়গায় আগুন লাগানো একদম নিষেধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবু রায়হান বলেন, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি ঝুঁকিতে থাকেন। বন্ধ ঘরে আগুন পোহাতে এর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া স্বাস্থ্যঝুঁকি থেকে যায়। ফলে শীতের সময়ে আগুন পোহানো এড়িয়ে সম্ভব হলে গরম কাপড়, কম্বল ও নিরাপদ হিটার ব্যবহার করতে পারেন। যেখানে আগুন পোহানো হয়, এরপর অব্যশ্যই পানি দিয়ে নিভিয়ে রাখতে হবে। অনেক সময় ছোট শিশুরা খেলতে গিয়ে বা চলাচল করতে সেখানে পা দিতে পারে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

১০

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১১

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

১২

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা

১৩

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

১৪

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

১৫

দরজা আটকে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ৮ জনের

১৬

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ডিএসসিসির কর্মকর্তাদের ওপর হামলা

১৭

‘দিপু হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এটা কোনো অজুহাত রাখে না’

১৮

‘ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে’

১৯

বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয়দের নিরাপত্তায় মোদির জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি

২০
X