কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র হত্যা মামলায় ১৭ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা জজ কোর্ট, কিশোরগঞ্জ। ছবি : সংগৃহীত
জেলা জজ কোর্ট, কিশোরগঞ্জ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর কলেজছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের শাকিল উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (৩৯), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর দৌলতদিয়া গ্রামের মো. কাইয়ুম সরকারে স্ত্রী সেলিনা বেগম (৪১) ও একই জেলার আশুগঞ্জ সোনারামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শোভা প্রকাশ (৩৭)। রায় ঘোষণার সময় সেলিনা বেগম উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন।

নিহত কলেজছাত্র মোহাম্মদ আলী ভৈরব হাজী আসমত কলেজের ছাত্র ছিলেন। কুলিয়ারচর উপজেলার তারাকান্দি মধ্যপাড়া এলাকার মো. সামছুদ্দিন মিয়ার ছেলে তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী (২২) ভৈরবের হাজী হাসমত কলেজে হোস্টেলে থেকে বিএসসি প্রথম বর্ষে লেখাপড়া করতেন। ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে মোহাম্মদ আলী ও তার বন্ধু মোরাদ কলেজ গেটের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুষ্কৃতিকারীরা দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ সময় অন্য ছাত্ররা তাদের উদ্ধার করে ভৈরবের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মোরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা সামছুদ্দিন মিয়া বাদী হয়ে ২০০৮ সালের ৭ জানুয়ারি ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৩০ মে ভৈরব থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা আ. আজিজ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

তেলআবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

ট্রাম্পের ভিত নড়বড়ে করে দিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরান-ইসরায়েল হামলা / ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১০

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

১১

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

১২

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

১৪

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

১৫

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১৭

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১৮

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

২০
X