বরিশালে পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক দুই যুবক। তবে অভিযানে আটক হয়েছে আরও তিন যুবক।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।
হাতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই দুই যুবকের নাম মিরাজ ও রাসেল। এছাড়া আটক তিনজনের মধ্যে রাজু এবং মামুনের নাম জানা গেছে। তারা ভাটিখানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করে কাউনিয়া থানার পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন, মামুন ফারুকসহ একটি বিশেষ টিম।
এসময় পাঁচ মাদককারবারি এবং সেবনকারীকে ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলেন তারা। তখন মিরাজ ও রাসেলের হাতে একটি হাতকড়া পরিয়ে বাকি তিনজনকে ঝাপটে ধরে পুলিশ সদস্যরা। ঠিক সেই মুহূর্তে হাতে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় মিরাজ ও রাসেল নামের ওই দুই যুবক।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত হাতকড়াসহ পালানোর বিষয়টি স্বীকার করে কালবেলাকে জানান, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের টিমও অভিযানে অংশ নিয়েছে। পাশাপাশি সব থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন