পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

এক মাস বিচারকশূন্য আদালত, বিচার প্রার্থীদের ভোগান্তি 

আদালত ভবন পাইকগাছা। ছবি : কালবেলা
আদালত ভবন পাইকগাছা। ছবি : কালবেলা

পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে এক মাস ধরে নেই বিচারক। এতে বিচার প্রার্থীদের ভোগান্তি চরমে, বাড়ছে মামলা জট। অনেকটা বেকার সময় পার করছেন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আইনজীবী এবং আইনজীবী সহকারীরা।

আদালত সূত্রে জানা গেছে, খুলনা জেলার দুর্গম এলাকা হিসেবে ১৯৮৩ সালে পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ চৌকি আদালত দুটি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এখানে স্বতন্ত্র আইনজীবী সমিতির স্বীকৃতিও লাভ করে। গত ২০২১ সালের ১২ ডিসেম্বর সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে আনোয়ারুল ইসলাম যোগদান করেন।

সেখান থেকে ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত মাসের ২০ তারিখে মাগুরা জেলার লিগ্যাল এইড এর ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি হয়ে যোগদান করেন। ফলে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ শূন্য হয়। এক মাস অতিবাহিত হলেও কোনো বিচারকের পদায়ন না হওয়ায় বাড়ছে মামলার জট। বেকার সময় পার করছেন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আইনজীবী এবং আইনজীবী সহকারীরা।

পাইকগাছা সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালতের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল্লাহ জানান, এ চৌকি আদালতে বর্তমানে সি আর ১ হাজার ১৮৩টি, জি আর ৩০৬টি, নন জিআর ৫৫টিসহ মোট ১ হাজার ৫৪৪টি বিচারিক মামলা রয়েছে। আমলি মামলা চলমান জি আর-৩৩৪টি, সি আর-২ হাজার, নন জি আর ৩৫৭টিসহ মোট ২ হাজার ৬৯১টি মামলা আছে। বিচারক ও আমলি মিলে মোট ৪ হাজার ২৩৫টি মামলা রয়েছে। এ ছাড়াও প্রতিদিন কোনো না কোনো এভিডেভিড থাকে। স্যার না থাকায় সেটাও বন্ধ রয়েছে।

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুর সাত্তার জানান, আদালত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এতদিন বিচারকশূন্য কখনো থাকেনি। মামলার জট বাড়ছে। অনলাইনে জামিন শুনানি করতে হচ্ছে। অনলাইনে সব ধরনের যুক্তি তর্ক উপস্থাপন করা সম্ভব হয় না। আদালত বন্ধ থাকায় এখানকার ৭০ জন আইনজীবী ও ৭৮ জন আইনজীবী সহকারী একপ্রকার বেকার সময় পার করছেন। বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। এভিডেভিডও বন্ধ থাকায় আদালত পাড়ায় একপ্রকার অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতদিন এ আদালতে বিচারকশূন্য থাকলে পার্শ্ববর্তী কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জামিন শুনানিসহ গুরুত্বপূর্ণ কাজ করা হতো কিন্তু সেখানকার আদালতেও একই দিন থেকে বিচারকশূন্য আছ। অচিরেই একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়নের দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

ভারত-পাকিস্তান যুদ্ধে অজানা কিছু প্রশ্নের উত্তর

রাশিয়ায় পড়ে আছে জুলাই যোদ্ধা ইয়াসিনের লাশ

পরশুরাম সীমান্তে ভারতীয়দের খাল খনন

‘দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক বিষয় না’

‘সাংবাদিক নাসিরুল আলম ছিলেন আদর্শের বাতিঘর’

‘তারেক রহমানকে নিয়ে উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে মানুষ বিস্মিত’

পাক-কূটনীতিককে ২৪ ঘণ্টার আল্টিমেটামে বহিষ্কার করল ভারত

পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

১০

কেউ কেউ তরুণদের বিপথগামী করার চেষ্টা করছে : মুন্না

১১

লাহোরে ফিরলেন রিশাদ, তিন বাংলাদেশি এক ফ্র্যাঞ্চাইজিতে!

১২

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : ফখরুল

১৩

হারানো বিড়ালের জন্য পুরস্কার ঘোষণা

১৪

বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেওয়া যাবে না: এবি পার্টি

১৫

শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন

১৬

ইশরাকের সমর্থকদের উচ্ছ্বাস, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

১৭

কুমিল্লা সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন

১৮

বলিউডকে বিদায় বললেন সুনীল কন্যা আথিয়া শেঠি

১৯

২০২৫: ফুটবলের শিরোপা খরা কাটানোর বছর

২০
X