শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫: ফুটবলের শিরোপা খরা কাটানোর বছর

বছরটি শিরোপা তুলে দিয়েছে অনেক অপেক্ষায় থাকা লোকদের। ছবি : সংগৃহীত
বছরটি শিরোপা তুলে দিয়েছে অনেক অপেক্ষায় থাকা লোকদের। ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা, বারবার স্বপ্নভঙ্গ আর ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসা—ফুটবলে এমন গল্প অগণিত। কিন্তু ২০২৫ সাল যেন নতুন করে লিখে দিল সেসব কষ্টের জবাব। এই বছরকে বলা যায় ‘শিরোপা খরা কাটানোর বছর’, যেখানে ট্রফির স্বাদ পেয়েছে এমন সব দল ও খেলোয়াড়, যারা বহুদিন ধরে শুধু স্বপ্ন দেখেই থেকেছেন।

এই বছরটা শুধু শিরোপার না—এই বছরটা ‘প্রত্যাবর্তনের’, ‘প্রাপ্তির’, আর ফুটবলের প্রতি নিবেদিত প্রতিটি হৃদয়ের জয়ের গল্প।

টটেনহ্যাম হটস্পার: "এবার সত্যি হলো স্বপ্ন"

১৭ বছর ধরে খালি শোকেস। ২০০৮ সালের লিগ কাপ জয়ের পর স্পারস বারবার আশার আলো দেখিয়েও ছিটকে পড়েছে শেষ মুহূর্তে। কিন্তু ২০২৫ সালের ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালো টটেনহ্যাম হটস্পার।

ব্রেনান জনসনের প্রথমার্ধের গোল এবং অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে গড়া জয়ের দিনটি হয়ে থাকলো স্মরণীয়। টটেনহ্যামের ভক্তরা বলছেন—“এটা শুধু একটা ট্রফি না, এটা আমাদের বিশ্বাস ফিরে পাওয়া।”

এটি এশীয় তারকা সন হিউং মিনেরও প্রথম শিরোপা।

ক্রিস্টাল প্যালেস: গোলাপি স্বপ্নের বাস্তব রূপ

শিরোপার গন্ধ কখনও প্যালেসের সেলহার্স্ট পার্কে ঢুকেছিল কি না, সে নিয়েও প্রশ্ন উঠতো। কিন্তু এবার, সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে প্যাট্রিক ভিয়েরার ছেলেরা।

এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে (১-০), প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতে নিয়েছে ক্রিস্টাল প্যালেস। এবেরেচি এজের গোল এবং ডিন হেন্ডারসনের নায়কোচিত পারফরম্যান্সে ‘ঈগল’ সমর্থকদের কাছে এই জয় যেন ছুঁয়ে গেছে স্বর্গ।

হ্যারি কেইন: অবশেষে জিতলেন অধরা ট্রফি

এতদিন হ্যারি কেইনের নাম শোনা যেত “সর্বকালের সেরা ট্রফিবিহীন তারকা” তালিকায়। স্পার্সের হয়েও পারেননি, ইংল্যান্ডের হয়েও নয়—কিন্তু বায়ার্ন মিউনিখে এসে অবশেষে ভাগ্য ফিরলো। ২০২৫ সালে বুন্দেসলিগা শিরোপা জিতে প্রথমবারের মতো কোনো বড় ট্রফি হাতে তুললেন ইংলিশ স্ট্রাইকার।

দেখা গেল এক নতুন হ্যারি কেইনকে—চোখে জল, ঠোঁটে হাসি, আর হাতে সেই বহু কাঙ্ক্ষিত শিরোপা।

বোলোনিয়া: ৫১ বছর পর আবার শিরোপা

ইতালিয়ান ক্লাব বোলোনিয়া শেষবার শিরোপা জিতেছিল ১৯৭৪ সালে। সেই দিনগুলো যেন শুধুই অতীত হয়ে উঠেছিল ভক্তদের কাছে। কিন্তু ২০২৫ সালের কোপা ইতালিয়া ফাইনালে এসি মিলানকে হারিয়ে আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনলো তারা। এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং একটি প্রজন্মের জন্য নতুন ইতিহাসের শুরু।

নিউক্যাসল ইউনাইটেড: ৭০ বছরের খরা কাটিয়ে ট্রফির হাসি

নিউক্যাসলের ভক্তদের জন্য ২০২৫ মানে শুধু একটি জয় নয়, একটি যুগের সমাপ্তি। কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ১৯৫৫ সালের পর প্রথমবার বড় কোনো শিরোপা জিতেছে ম্যাগপাইসরা।

আলেকজান্ডার ইসাক ও ড্যান বার্নের গোলে ওয়েম্বলিতে ছড়িয়ে পড়ে কালো-সাদা উল্লাস। দীর্ঘদিনের আক্ষেপ যেন মুছে দিল একটি রাত।

গো অ্যাহেড ইগলস: ডাচ ফুটবলের নতুন রাজা!

নেদারল্যান্ডসের এক ছোট দল, এক নিঃশব্দ সংগ্রামী দল—গো এগেড ঈগলস। বছরের অন্যতম চমক হয়ে তারা KNVB কাপ জিতেছে। আয়াক্স, পিএসভি, ফেয়েনউর্ডের মতো জায়ান্টদের টপকে উঠে আসা এই দল ১৯৬৫ সালের পর এই প্রথমবার বড় ট্রফি জিতে।

এই জয় ডাচ ফুটবলে এক নতুন শক্তির আগমনের ইঙ্গিত। গো এগেড ঈগলস এখন শুধু নাম নয়, একটি অনুপ্রেরণার গল্প।

হোক সেটা হিউং-মিন সনের ক্যারিয়ারজুড়ে লড়াই, হ্যারি কেইনের ক্লাব বদলের সাহস, নিউক্যাসলের দীর্ঘ প্রতীক্ষা, বা গো এগেড ঈগলসের স্বপ্নপূরণ২০২৫ সাল দেখিয়ে দিয়েছে, ফুটবলে কখনো আশা ছাড়তে নেই।

এই বছরটা ইতিহাস নয় এই বছরটা "ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগানোর বছর"। আর প্রশ্ন একটাই: আগামীতে কার পালা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X