জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

পর্যবেক্ষণ সভায় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
পর্যবেক্ষণ সভায় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, অনির্বাচিত সরকার কখনও সব কিছুর সমাধান করতে পারে না। দেশবাসীর প্রত্যাশা, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। সেই ভোট হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে জয়পুরহাট চিনিকল মিলনায়তনে এক পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আগামী ২৩ মে রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠেয় তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে এ পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়পুরহাট জেলার পাঁচ উপজেলা ও পাঁচ পৌরসভা যুবদলের মাঠ পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

মোনায়েম মুন্না বলেন, পতিত স্বৈরাচার গত ১৫ বছরে এ দেশের যুব সমাজকে নিজ স্বার্থে ব্যবহার করে তাদেরকে বিপথগামী করে ফেলেছে। যুবদলের তরুণরা নষ্ট হবে না। কোনো অসৎ কাজে জড়িত হবে না। তারা সাহস নিয়ে সততার সঙ্গে গণতন্ত্রের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করবে, নেতৃত্ব দিবে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। বিএনপি রাজপথে আছে। জনগণের ভোটের অধিকার লড়াই করে ফিরিয়ে আনতে হবে। এজন্য তরুণ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।

যুবদলের সভাপতি বলেন, জয়পুরহাটে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী দিনে জয়পুরহাটে যেন যোগ্য নেতৃত্বের হাতে যুবদল পরিচালিত হয়, সেইভাবে কমিটি হবে। কোনো বড় ভাইয়ের কথায় কমিটি হবে না। সৎ, যোগ্যরাই দলের নেতৃত্ব পাবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ৩১ দফায় দেশ পরিচালনার কথা পরিষ্কারভাবে বলা আছে। সেখানে হিন্দু, মুসলিমসহ সকল মানুষের মৌলিক অধিকার ও কর্মসংস্থানের কথা রয়েছে। তরুণরা তাদের মেধার যোগ্যতায় কর্মসংস্থানের আওতায় আসবে, সেখানে কোনো দল-জাতি-ধর্ম দেখা হবে না। অতীতে তরুণরা কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করলে তারা বৈষম্যের শিকার হতেন।

তিনি আরও বলেন, আগামীতে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে যেন কোনো বৈষম্য না থাকে, তা নিশ্চিত করা হবে। এখন একটাই দাবি- দেশে একটি সুষ্ঠু অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। মানুষ ১৫ বছর তাদের ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে।

নয়ন বলেন, জয়পুরহাটে যুবদলের কোনো পকেট কমিটি হবে না।

মাঠ পর্যায়ে যুবদলের কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি গঠনের আহ্বান জানান কেন্দ্রীয় নেতাদের।

জয়পুরহাট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শুভ্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব আদনান মুক্তাদিরের সঞ্চালনায় পর্যবেক্ষণ সভায় যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য মাহমুদুল সালেহীনসহ অন্যরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রক্তদাতার যত্ন: সজীব শরীর, সচেতন জীবন

‘আমি যেন বার বার ফিরে আসতে পারি আপনাদের হৃদয়ে’

‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চবিসাসের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কালবেলার জাহিদুল

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

জাবি শিক্ষার্থীদের তথ্য ফাঁস; নেপথ্যে জাতীয়তাবাদী শিক্ষক

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

১০

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

১১

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

১২

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

১৩

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

১৫

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

১৬

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১৭

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১৮

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১৯

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

২০
X