জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নেতার ওপর হামলা, জামালপুরে ছাত্রদল নেতা আটক

আ.লীগের নেতার ওপর হামলা, জামালপুরে ছাত্রদল নেতা আটক

জামালপুর জেলা আওয়ামী লীগ নেতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আরিফুল হাসান ওরফে মুক্তা নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা আরিফুর রহমান মুক্তাকে আটক করে।

সোমবার সন্ধ্যার দিকে শহরের কালিঘাট এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতার নাম জিএসএম মিজানুর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাকে ছাত্রদলের ৩ থেকে ৪ নেতা ব্যাপক মারধর করেন। পরে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন। আটক ছাত্রদল নাম আরিফুল হাসান ওরফে মুক্তা (৩৫)। তিনি জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে এবং জামালপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে শহরের বাইপাস সড়কে আওয়ামী লীগের নেতা জিএসএম মিজানুর রহমান হাঁটতে বের হন। এ সময় তিনি শহরের কালিঘাট এলাকায় দেখে ৩ থেকে ৪ জন যুবক একজন মোটরসাইকেল আরোহীকে আটকে মারধর করার চেষ্টা করছিল। এ সময় ওই নেতা ওইসব যুবকদের কাছ আরোহীকে মারধরের কারণ জানতে চান। একপর্যায়ে যুবকদের কথামতো মোটরসাইকেলের কাগজপত্র দেখেন। কাগজপত্র ঠিক থাকায় ওই মোটরসাইকেল আরোহীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই যুবকরা ওই নেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের অনুরোধে ওই নেতা সেখান থেকে আবারও হাঁটতে চলে যান। পরে সন্ধ্যার দিকে ফেরার পথে ওই এলাকায় পরিকল্পিতভাবে ওই নেতার ওপর তারা হামলা চালিয়ে মারধর করে । স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা আরিফুর রহমান মুক্তাকে আটক করে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ মোবাইল ফোনে বলেন, মাহমুদপুর এলাকার একজন মোটরসাইকেল আরোহীকে আটকে একদল বখাটে মারধরের চেষ্টা করছিল। এ সময় ওনি (আওয়ামী লীগ নেতা) ওই মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে যান। এ সময় ওই নেতার সঙ্গে কয়েকজন বখাটেরা তর্ক শুরু করেন। পরে স্থানীয় লোকজন ওই নেতাকে সেখান থেকে সরিয়ে দেন। ফেরার পথে পরিকল্পিতভাবে ওই বখাটেরা তার (আওয়ামী লীগ নেতা) ওপর হামলা চালায়। তার চোখের পাশেও মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার ঘটনায় যারা ছিলেন তারা ছাত্রদলের নেতাকর্মী। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে জিএসএম মিজানুর রহমানকে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১০

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১১

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১২

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১৩

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১৪

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৫

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৬

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১৭

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১৮

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

২০
X