জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নেতার ওপর হামলা, জামালপুরে ছাত্রদল নেতা আটক

আ.লীগের নেতার ওপর হামলা, জামালপুরে ছাত্রদল নেতা আটক

জামালপুর জেলা আওয়ামী লীগ নেতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আরিফুল হাসান ওরফে মুক্তা নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা আরিফুর রহমান মুক্তাকে আটক করে।

সোমবার সন্ধ্যার দিকে শহরের কালিঘাট এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতার নাম জিএসএম মিজানুর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাকে ছাত্রদলের ৩ থেকে ৪ নেতা ব্যাপক মারধর করেন। পরে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন। আটক ছাত্রদল নাম আরিফুল হাসান ওরফে মুক্তা (৩৫)। তিনি জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে এবং জামালপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে শহরের বাইপাস সড়কে আওয়ামী লীগের নেতা জিএসএম মিজানুর রহমান হাঁটতে বের হন। এ সময় তিনি শহরের কালিঘাট এলাকায় দেখে ৩ থেকে ৪ জন যুবক একজন মোটরসাইকেল আরোহীকে আটকে মারধর করার চেষ্টা করছিল। এ সময় ওই নেতা ওইসব যুবকদের কাছ আরোহীকে মারধরের কারণ জানতে চান। একপর্যায়ে যুবকদের কথামতো মোটরসাইকেলের কাগজপত্র দেখেন। কাগজপত্র ঠিক থাকায় ওই মোটরসাইকেল আরোহীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই যুবকরা ওই নেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের অনুরোধে ওই নেতা সেখান থেকে আবারও হাঁটতে চলে যান। পরে সন্ধ্যার দিকে ফেরার পথে ওই এলাকায় পরিকল্পিতভাবে ওই নেতার ওপর তারা হামলা চালিয়ে মারধর করে । স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা আরিফুর রহমান মুক্তাকে আটক করে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ মোবাইল ফোনে বলেন, মাহমুদপুর এলাকার একজন মোটরসাইকেল আরোহীকে আটকে একদল বখাটে মারধরের চেষ্টা করছিল। এ সময় ওনি (আওয়ামী লীগ নেতা) ওই মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে যান। এ সময় ওই নেতার সঙ্গে কয়েকজন বখাটেরা তর্ক শুরু করেন। পরে স্থানীয় লোকজন ওই নেতাকে সেখান থেকে সরিয়ে দেন। ফেরার পথে পরিকল্পিতভাবে ওই বখাটেরা তার (আওয়ামী লীগ নেতা) ওপর হামলা চালায়। তার চোখের পাশেও মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার ঘটনায় যারা ছিলেন তারা ছাত্রদলের নেতাকর্মী। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে জিএসএম মিজানুর রহমানকে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১০

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১১

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১২

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৩

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৪

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৫

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৭

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৮

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৯

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

২০
X