সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রং মিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন তারগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
গ্রেপ্তার মেহেদী হাসান সাভার পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। পেশায় তিনি জমি ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী ছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত শাহীন পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন এবং সাভার পৌরসভার তালবাগ এলাকায় বরুণ নামের এক ব্যক্তির মালিকানাধীন গ্যারেজে কাজ করতেন। গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে গ্যারেজের সামনেই তাকে মাথায় গুলি করে পালিয়ে যান মেহেদী হাসান।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান কালবেলাকে জানান, কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাহীনকে গুলি করে হত্যা করে মেহেদী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আর কাউকে আটক করা হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত শাহীন একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন