বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, এই অন্তর্বর্তী সরকারকে মানুষ আর চায় না। অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রাস্তা আপনারা সুগম করুন। তারুণ্যকে সঙ্গে নিয়ে ও বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠে আমরা থাকব।
শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় যুবদলের সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের দীপ্ত যে রাজনীতির চেতনায় বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছেন সেই উদ্বুদ্ধের মশালকে হাতে নিয়ে তারুণ্যের সেই জয়গান আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ সমাবেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানুষ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনেন।
মন্তব্য করুন