মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার হাজিরার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের উপর আজও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রথম দিনের ডিম ও জুতা নিক্ষেপের পর আজ কড়া নিরাপত্তায় মধ্যে দিয়ে তাকে মানিকগঞ্জ আদালতে তোলা হয়। তবুও প্রিজনভ্যানে উঠানোর সময় ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জের আদালতের হাজত খানায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আনা হয়। এর পরে সিংগাইর থানার হত্যা মামলায় তাকে বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট সূত্রে জানা গেছে, হাজিরা শেষে মমতাজা বেগমকে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়ার জন্য প্রিজনভ্যানে ওঠানোর সময় বিএনপির নেতাকর্মীরা আজও ডিম ছুড়ে মারেন মমতাজকে লক্ষ্য করে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে পরিরামপুরের ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ডে ও সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য পরিরামপুর থানায় নেওয়া হচ্ছে। হরিরামপুর থানার জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় পাঠানো হবে জিজ্ঞাসাবাদের জন্য।
উল্লেখ, এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড ও হরিরামপুর থানার ভাঙচুর ও মারামারি মামলায় ২ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মন্তব্য করুন