জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পূর্বের রাজনৈতিক নোংরা কালচার আমরা চাই না।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্যকোনো দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি জেলা-উপজেলায় একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে।
এসময় তিনি কোনো এক মার্কাকে ভোট না দিয়ে যে ভালো কাজ করবে, ভালো মানুষ হবে তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সদিয়া ফারজানা দিনাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রায়হান কবির, আহসান হাবিবসহ স্থানীয় নেতারা।
মন্তব্য করুন