নরসিংদীতে পাওনা ৭০০ টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে সানাউল্লাহ (৪৭) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান মিয়া (৪০) নামে একজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে এবং অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজনেই মাদকসেবী। একসঙ্গে মাদক সেবন করতেন। নিহত সানাউল্লাহর কাছে আরমান ৭০০ টাকা পেতেন। এ নিয়ে সোমবার (২৬ মে) তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপুরে সানাউল্লাহকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আরমান। পরে সানাউল্লাহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৭০০ টাকা দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। এমন কিছু পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন