সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল

সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিত ঘোষণা করেন সিরাজগঞ্জ বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিত ঘোষণা করেন সিরাজগঞ্জ বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। ছবি : কালবেলা

কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশের ৯ দিন পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিত ঘোষণা করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল।

এর আগে ১৯ মে কালবেলায় ‘সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আ.লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের ওই কমিটির সভাপতি করা হয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক তালুকদারকে। যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আমলা আলোচিত সমালোচিত মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের নিকটাত্মীয়। এছাড়াও অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহসভাপতিসহ ২১ সদস্যের ১৮ জনই আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ ওঠে। তবে কমিটি অনুমোদনের পরদিনই কার্যক্রম স্থগিত করা হয় বলে দাবি করেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর আজ বুধবার কমিটি বাতিলের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান দুলাল বলেন, কিছু গণমাধ্যমে কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে আওয়ামী লীগ নেতাদের পদ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাদের মধ্যে কোনো অর্থের লোভ লালসা ছিল না, তারা অর্থের কাছে বিক্রি হতে পারে না।

তিনি বলেন, মূলত গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কামারখন্দ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু অনুমোদনের পর আমরা জানতে পারি যে, কমিটির কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয়, তাই আমরা পরের দিন ২১ এপ্রিল, ২০২৫ তারিখে কমিটির কার্যক্রম স্থগিত করি।

একমাস পর ২০ মে গণমাধ্যমে আর্থিক লেনদেনের এই ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা বিব্রত হয়েছি। ওই সংবাদে কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান মুক্তিযোদ্ধারা টাকার বিনিময়ে কমিটি অনুমোদন দিয়েছে বলে যে, বিবৃতি দিয়েছে তা কোন ভিত্তিতে দিলো সেটা আমরা বুঝতে পারছি না।

তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কামারখন্দ উপজেলা শাখার কিছুসংখ্যক মুক্তিযোদ্ধা যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয় সেহেতু উক্ত কমিটি আজ ২৮ মে বাতিল করা হলো।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, আলাউদ্দিন, আবু তাহের ও সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস ছালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস মেনে নেওয়া হবে না’

১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানিয়ে চিঠি

লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট খুলে দেওয়া হয়েছে

নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে : আসাদুল হাবিব দুলু

ইরানে ফের হামলার পরিকল্পনা

কথাবার্তা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না : রাশেদ প্রধান

আগস্টের প্রথম দশকেই এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : দুলু

কারও ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় : এ্যানি

১০

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে : প্রধান উপদেষ্টা

১১

মালদ্বীপের রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার আম উপহার

১২

তারা চায় আমরা ফাঁদে পা দিই : মির্জা ফখরুল

১৩

চট্টগ্রামে রোববারের গণ ও পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

১৪

‘রানী’ দাপটে জিতল বাংলাদেশ

১৫

ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠল ইবি শিক্ষার্থীর মরদেহ

১৬

এনসিপিকে ‘পরামর্শ’ দিলেন সালাহউদ্দিন 

১৭

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

১৮

ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর...

১৯

আ.লীগ আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

২০
X