সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আ. লীগ নেতা

এনামুল হক তালুকদার। ছবি : সংগৃহীত
এনামুল হক তালুকদার। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শাখার সভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক তালুকদারকে। এ ছাড়া ২১ সদস্যের অনুমোদিত কমিটিতে ১৮ জনই আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ২৪ এপ্রিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার প্যাডে কামারখন্দ উপজেলা শাখার অনুমোদন দেন জেলা শাখার আহ্বায়ক এবং জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল।

কমিটিতে এনামুল হক তালুকদারকে সভাপতি এবং আব্দুল গফুর সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাবেক বন কর্মকর্তা আলী কবির হায়দারসহ ১৮ জন আওয়ামী সমর্থককে বিভিন্ন পদে রাখা হয়েছে। যারা বিগত ১৬ বছর আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সুযোগ-সুবিধা নিয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই কমিটিতে অন্তর্ভূক্ত করার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন।

রোববার (১৮ মে) কামারখন্দের মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভদ্রঘাট ইউনিয়নের ঝাটিবেলাই গ্রামের বাসিন্দা এনামুল হক বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ কমিটিতেও তিনি সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হন।

এনামুল হক সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সাবেক প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমলা কবির আনোয়ারের আত্মীয়। কবির বিন আনোয়ারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী কাজ নিয়েছেন। এমন একজন আওয়ামী দোসরকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি করায় ক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে তারই ছোট ভাই এমদাদুল হক রঞ্জুকে করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের অর্থ সম্পাদক। তিনিও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল গফুর সরকারকে। তিনিও স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়া সহসভাপতি আব্দুল ওয়াহাব, আব্দুর রহমান সরকারও আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তৃতীয় সহসভাপতি করা হয়েছে আলী কবির হায়দারকে। যিনি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। কিন্তু আমাকে না জানিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য করা হয়েছে।

কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলের সঙ্গে যুক্ত না। আমাকে এই কমিটিতে সদস্য করা হয়েছে। এসব কমিটিতে আমি থাকতে চাই না, দয়া করে বাদ দিয়ে দেন।

কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আলী কবির হায়দার বলেন, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। তবে মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর ওপর আমার কয়েকটি বইও লেখা আছে, মুক্তিযুদ্ধের ওপরও বই লেখা আছে। মুন্না সাহেব আমাদের এমপি ছিলেন, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি মুক্তিযোদ্ধার স্বার্থটা দেখি। ওরা একটা কমিটি করেছে, আমি বলেছি যেখানে মুক্তিযোদ্ধাদের স্বার্থ আছে, সেখানে আমি আছি।

তিনি বলেন, এনামুল হক রঞ্জু স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি ও আব্দুল গফুরও আওয়ামী লীগ করে।

এসব বিষয়ে জানতে নতুন কমিটির সভাপতি এনামুল হক রঞ্জুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটা বন্ধ পাওয়া যায়। তবে সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার নিজে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। তিনি বলেন, সভাপতি রঞ্জু ঠিকাদারী কাজে পঞ্চগড়ে আছেন। তিনি আসার পর এ বিষয়ে কথা বলব।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান বলেন, এই কমিটির মধ্যে মাত্র তিনজন বিএনপি সমর্থক। আর সবাই আওয়ামী লীগের। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা কমিটির আহ্বায়কের কাছে অভিযোগ দিয়েছি। তিনি বলেছিলেন, এ বিষয়ে তিনি জানেন না। তখন আমরা বলেছিলাম, জানেন না তাহলে কমিটি ভেঙে দেন। কিন্তু কমিটি এখনো ভেঙে দেননি। আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে বিষয়টি জানাব।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস বলেন, আওয়ামী লীগ দিয়ে মুক্তিযোদ্ধা দলের কমিটি করা হয়েছে। তারাই যদি কমিটিতে থাকে, তাহলে আন্দোলন করে লাভ কী হলো।

এ বিষয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল বলেন, কমিটি অনুমোদনের পর জেনেছি এর ৯০ শতাংশই আওয়ামী লীগ। অনুমোদিত কমিটি তো সহজে বাতিল করা যায় না। তবে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল প্রস্তুত’

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

১০

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

১১

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১২

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১৩

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১৪

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৫

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৬

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

১৭

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

১৯

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

২০
X