ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা খুনি, টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। যারা চাঁদা বাজি করছে বাংলার মাটিতে তাদের কবর রচনা করা হবে।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সোয়া ৬টার সময় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জনসভায় এ কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি। যারা দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে তাদের সঙ্গে আমরা ক্ষমতায় যেতে চাই না।
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে নির্বাচন করতে গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যারা ভোট করে শেষ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তারা এখনও চেয়ারে রয়েছেন। তড়িঘড়ি করে ভোট করতে গেলে তারাই ভোট গ্রহণ করবেন। এতে করে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, অবশ্যই আগে সংস্কার হতে হবে তার পর নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আগে সংস্কার তার পরে নির্বাচনের পক্ষে মত দিয়েছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি ডা. নুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনাজপুর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ খাইরুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন