মহিন উদ্দিন রিপন টঙ্গী থেকে
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা, কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে টঙ্গীর পূর্ব থানায় নাম্বারটি দায়ের করা হয়েছে। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সকল কমিটি স্থগিত করা হয়েছে।

মামলার বাদি হয়েছেন শিরিন সরকার কণা। তিনি টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর (শেরে বাংলা রোড) এলাকার নায়েব আলী সরকারের মেয়ে এবং আবুল হোসেনের স্ত্রী। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী শাখার সদস্য সচিব আকাশ খানকে।

আসামিরা হলেন– টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর (পানির পাম্প) এলাকার আকাশ খান (২২), একই এলাকার ইমতিয়াজ শুভ (২২), মোক্তার হোসেন (২০), ইফতেখার শুভ (২১), মো .আসিফ (২০), পিয়াস ঘোষ প্রিন্সসহ (২২) অজ্ঞাত ১২ জন।

ছাত্র আন্দোলনের নেতাদের চাঁদাবাজির ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

শিরিন সরকার কনা মামলার এজাহারে উল্লেখ করেন, ‘বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে আসামিরা অজ্ঞাত সহযোগীদের নিয়ে আমার বাসায় আসে। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে এবং আমার স্বামী আবুল হোসেনের নামে চারটি মামলা রয়েছে বলে জানায়। তারা মামলাগুলো সমাধান করে দেওয়ার কথা বলে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমার স্বামীকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তাদের ভয়ে আমরা ৫ লাখ টাকা চাঁদা দিতে রাজি হই। আমাদের বাসায় ৫ লাখ টাকা না থাকায় পরদিন দেওয়ার কথা বললে তারা আমাদের চাপ সৃষ্টি করে। পরে ভয়ে তাদের নগদ ২৫ হাজার টাকা দিই। বাকি টাকা বৃহস্পতিবার সকালে পরিশোধ করার কথা বললে একশ টাকার স্ট্যাম্পে আমার সই নিয়ে তারা চলে যায়। বৃহস্পতিবার সকাল ১০টায় আসামিরা আমার বাসার সামনে এসে আমাদের না পেয়ে আমার ছেলের ফোনে কল দিয়ে দাবিকৃত চাঁদার টাকা চায়। চাঁদার টাকা সময়মতো না দিলে আমার পরিবারের লোকজনদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো এবং আমাদের রাস্তাঘাটে খুন-জখমের হুমকি দেয়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা অভ্যন্তরে আসামি আকাশ খানের সঙ্গে ভুক্তভোগীদের দেখা হয়। এ সময় সেখানে আকাশ খানের কাছে টাকা আদায় ও চাঁদা দাবির যৌক্তিক কারণ জানতে চান ভুক্তভোগী। এক পর্যায়ে ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হলে ঘটনার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওইদিন ঘটনাটি গভীর রাত পর্যন্ত সমাধানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতৃবৃন্দ।

এদিকে, শুক্রবার বিকালে সংগঠনটির গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব থানা ও ওয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যদি কেউ তার পদ ব্যবহার করে কোনও অপকর্ম করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি দায়ী থাকবে না এবং সব ধরনের আইনগত ব্যবস্থা নিতে সাহায্য করবে।

গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ কালবেলাকে বলেন, টঙ্গী এলাকায় পরপর দুটি ঘটনা ঘটায় জেলার সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে কোন অপকর্ম করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গাজীপুর মহানগরীর টঙ্গীতে শিল্পকারখানায় ককটেল বিস্ফোরণের অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X