সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করণের উদ্দেশে খাগড়াছড়িতে মজুত করা প্রায় ৬৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের ২ হাজার ৫৬০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ি সদরের পূর্ব শান্তিপুর সাধন মাস্টারের ভাড়া ঘর থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। এসময় সিগারেট পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।
আটকরা হলো, দীঘিনালার বোয়ালখালী থানা পাড়ার বাসিন্দা হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব (৪২) ও খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা ফুল মিয়ার ছেলে মো. রাজু (২৩)।
জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পানছড়ি উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাজারজাতকরণের উদ্দেশে আনা অবৈধ সিগারেটগুলো এনে মজুত করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগাড়ছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় খাগাড়ছড়ি জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের পূর্ব শান্তিপুর সাধন মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় সাধন মাস্টারের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৯২৫ কার্টুন বেনসন অ্যান্ড হেজেজ, ১৯৭ কার্টুন অরিস, ৯২৮ কার্টুন স্ট্রবেবি ও ৫১০ কার্টুন মুন গ্রিন আপেল সিগারেট জব্দ করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিএিম প্রেস ব্রিফিংয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের মাসব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে রিমান্ড এনে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখবো। কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের সঙ্গে কোনো আপোষ নয়। জব্দ তালিকা মুলে চোরাই পথে নিয়ে আসা সিগারেটের মুল্য প্রায় ৬৫ লাখ টাকা বলেও জানান তিনি।
এ ঘটনায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশে আনা অবৈধ সিগারেট মজুত করার অপরাধে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন