রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি দম্পতির ওপর হামলা, সেই ৪ আসামি কারাগারে

রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা
রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে ইরানি পর্যটক দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ জুন) দুপুরে তাদের রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

এর আগে, সোমবার (০২ জুন) রাত ২টার দিকে তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসিনুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়ার রশিদুল ইসলাম (৪২), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মেরাজুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৪৫)। ঘটনার পরপরই তাদের আটক করে সেনাবাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে ইরানি নাগরিক সেলিম রেজা হোসাইনী ও তার স্ত্রী ইয়াসিমিন ইয়াজডানজু বাংলাদেশ ভ্রমণে আসেন। ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে নিজে চালিয়ে ১ জুন রংপুরে এসে একটি হোটেল ওঠেন। সেখানে রাত্রিযাপন করেন। এরপর ২ জুন সকালে গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুর শহর থেকে বেরিয়ে পড়েন।

পথ ভুল করে তারা পৌঁছান তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায়। সেখানে রশিদুল ইসলামের বাড়ির সামনে গাড়ি থামিয়ে পানি চেয়ে সাহায্য চান। পানি পান করার পর ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, তার স্ত্রী ও ভাই ইরানি নাগরিকদের প্রতারক সন্দেহে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজন ডেকে এনে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইরানি দম্পতির কাছ থেকে পাঁচটি ১০০ ডলারের নোট, একটি হাতঘড়ি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তাদের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টহল দল, তারাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দেয়।

তারাগঞ্জ আমলি আদালতের জিআরও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, আগামীকাল বুধবার (০৪ জুন) তাদের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

শীতের দাপটে জবুথবু জনজীবন 

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১০

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১১

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

১২

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

১৩

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

১৪

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

১৫

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

১৬

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

১৭

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

১৮

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

১৯

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

২০
X