রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি দম্পতির ওপর হামলা, সেই ৪ আসামি কারাগারে

রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা
রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে ইরানি পর্যটক দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ জুন) দুপুরে তাদের রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

এর আগে, সোমবার (০২ জুন) রাত ২টার দিকে তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসিনুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়ার রশিদুল ইসলাম (৪২), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মেরাজুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৪৫)। ঘটনার পরপরই তাদের আটক করে সেনাবাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে ইরানি নাগরিক সেলিম রেজা হোসাইনী ও তার স্ত্রী ইয়াসিমিন ইয়াজডানজু বাংলাদেশ ভ্রমণে আসেন। ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে নিজে চালিয়ে ১ জুন রংপুরে এসে একটি হোটেল ওঠেন। সেখানে রাত্রিযাপন করেন। এরপর ২ জুন সকালে গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুর শহর থেকে বেরিয়ে পড়েন।

পথ ভুল করে তারা পৌঁছান তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায়। সেখানে রশিদুল ইসলামের বাড়ির সামনে গাড়ি থামিয়ে পানি চেয়ে সাহায্য চান। পানি পান করার পর ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, তার স্ত্রী ও ভাই ইরানি নাগরিকদের প্রতারক সন্দেহে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজন ডেকে এনে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইরানি দম্পতির কাছ থেকে পাঁচটি ১০০ ডলারের নোট, একটি হাতঘড়ি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তাদের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টহল দল, তারাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দেয়।

তারাগঞ্জ আমলি আদালতের জিআরও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, আগামীকাল বুধবার (০৪ জুন) তাদের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

বাড়ল আকরিক লোহার দাম 

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

১০

কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

১১

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

১২

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

১৪

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

১৫

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

১৬

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

১৭

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

১৮

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

১৯

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

২০
X