নোয়াখালী হাতিয়ায় সরকারি কর্মচারীকে আঘাতের করা মামলায় তিন বছরের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর পলাতক ছিলেন আবুল কাশেম। শেষ পর্যন্ত ঈদে বাড়ি এলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
শনিবার (৭ জুন) রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল কাশেম এই ইউনিয়নের চরচেঙ্গা এলাকার শাহে আলমের ছেলে।
হাতিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিন জানান, ২০০৫ সালে সরকারি কর্মচারীকে আঘাত করার একটি মামলায় তিন বছরের সাজা হয় তার। ২০২০ সালে রায় ঘোষণার পর থেকে তিনি সাজা এড়াতে পাঁচ বছর পলাতক ছিলেন। তিনি ঈদ করার উদ্দেশ্যে বাড়িতে আসছেন এমন সংবাদ পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আবুল কাশেম একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন