বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালকের সঙ্গে পরকীয়া, দেখে ফেলায় রাজমিস্ত্রিকে হত্যা

গ্রেপ্তার আন্না খাতুন (বাঁয়ে), মাঝখানে খুনের শিকার রাশিদুল ইসলাম ও আসামি সুমন রেজা (ডানে)। ছবি : কালবেলা
গ্রেপ্তার আন্না খাতুন (বাঁয়ে), মাঝখানে খুনের শিকার রাশিদুল ইসলাম ও আসামি সুমন রেজা (ডানে)। ছবি : কালবেলা

প্রবাসীর স্ত্রীর অবৈধ পরকীয়া দেখে ফেলায় প্রেমিকের সঙ্গে যোগসাজশে শ্বাসরোধে হত্যা করা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমিস্ত্রি রাশিদুল ইসলাম রাসুকে (৩৫)। হত্যার পর তার মরদেহ বস্তাবন্দি করে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেয় ওই প্রেমিক যুগল বলে জানায় পুলিশ।

আলোচিত এই হত্যা মামলার তিনদিন পর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভয়নগর গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী আন্না খাতুন (৩৫) ও একই গ্রামের কাবেদ আলীর ছেলে রিকশাচালক সুমন রেজা (৩০)। অন্যদিকে নিহত রাশিদুল ইসলাম রাসু উল্লাপাড়া উপজেলার বাঙলা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাইদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্না খাতুনের স্বামী আলাউদ্দিন ২ বছর ধরে বিদেশে থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি প্রতিবেশী রিকশাচালক সুমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ঘটনার ৪/৫ দিন আগে তাদের অবৈধ সম্পর্ক দেখে ফেলে রাজমিস্ত্রি রাশিদুল। আন্না খাতুনের দাবি রাশিদুল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ব্লাকমেইল করছিল। না হলে সবকিছু প্রকাশ করার হুমকি দিচ্ছিল। এসব কারণে তারা রাশিদুলকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সুমন ও আন্না খাতুন। পরিকল্পনার অংশ হিসেবে গত ৩০ মে রাতে রাতে ফোন করে রাশিদুলকে আন্না খাতুনের বাড়িতে ডেকে নেওয়া। ফোন পেয়ে রাশিদুল সেখানে চলে যায়। এ সময় গোয়াল ঘরে ওঁৎপেতে থাকা সুমন তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে ধরে। এরপর দুজনে মিলে রাশিদুলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর গরুর দড়ি দিয়ে হাত-পা বেঁধে মরদেহ বস্তায় ভরে ফেলে। এরপর গভীর রাতে প্রতিবেশী মৃত আব্দুস সালামের পরিত্যক্ত বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেয়।

উল্লাপাড়া থানার ওসি বলেন, গত বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে তার অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবু সাইদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করে। এরপর শনিবার (৭ জুন) দুপুরে ঈদের দিন আনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর রোববার ভোররাত দেড়টার দিকে উপজেলার বিনায়েকপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার (৮ জুন) বিকেলে আসামিদের আদালতে পাঠানো হবে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১০

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১১

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১২

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৪

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৫

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৬

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

১৭

বায়রার ফখরুলকে ‎ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৮

ফোন বন্ধের আতঙ্কে বাজারে মন্দাভাব, আন্দোলনে চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীরা

১৯

ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

২০
X