কুমিল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে লাকসাম মুদাফরগঞ্জ শ্রীয়াং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আবুল কাশেম (৪৫)। তিনি মুদাফরগঞ্জ শ্রীয়াং দক্ষিণপাড়ার ইসাক মিয়ার ছেলে।
কুমিল্লা লাকসাম থানার এসআই চন্দন সরকার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং এলাকায় স্থানীয় যুবকদের মাদক সেবনে বাধা দেয় আবুল কাশেম মেম্বার।
আর এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা মেম্বার কাশেমকে গুরুত্বর আহতাবস্থায় লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালের চিকিৎসক মেম্বার কাশেমকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র জানায়, লাকসামে মাদক আড্ডাসহ মাদক কেনাবেচা বন্ধে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মাদক নির্মূলে প্রশাসনের কাযকর পদক্ষেপ নেই বলেই এ নৃশংস ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। নিহত মেম্বার আবুল কাশেম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের পুলিশ দ্রুত আইনের আওতায় আনবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন