খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপির ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৯, অস্ত্র-মাদক উদ্ধার

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

খুলনায় মাত্র ৬ দিনের ব্যবধানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি, যুবদলের সভাপতি ও সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়কও রয়েছেন।

শুক্রবার (২০ জুন) রাতে খুলনা নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে গ্রেপ্তার করা হয় নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ১টি শটগান, ৪ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, দুটি চায়নিজ কুড়াল, ৩টি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন—শেখ মোহাম্মদ তৌহিদুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ হোসেন (৩১)।

প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা থানায় বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কি না, সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত সোমবার রাতে (১৬ জুন) নগরীর নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্নাকে। এ ঘটনায় অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন—চানমারী মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন। এ অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং ২৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গুলিসহ অস্ত্র ও মাদক জব্দের এ ঘটনায় রাজু আহমেদ এবং সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথ বাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

তিনি জানান, বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।

এদিকে, জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, মো. সালাউদ্দিন মোল্লা ৩০নং বিএনপির সভাপতি এবং শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তার কোনো সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে কীভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন, তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

১০

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১১

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১২

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১৩

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৪

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৬

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৭

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৮

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৯

কাকে সতর্ক করলেন জিৎ

২০
X