বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কমিটিতে আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগ ঘনিষ্ঠদের স্থান দেওয়া এবং তাদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম ও ছাত্র জনতার প্রতিনিধি কাজল খন্দকার।

এ সময় বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, যে এনসিপি গণমানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, দলীয় স্বার্থে এনসিপিকে ব্যবহার করে আন্দোলন বিভ্রান্ত করার চেষ্টাকারীদের অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে বকশীগঞ্জ উপজেলা এনসিপি কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার পর থেকেই তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করে আসছে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’। তাদের অভিযোগ, এনসিপিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পুনর্বাসন কেন্দ্র বানানোর হীন উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।

তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, আমার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না। আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে আমি জড়িত না, কমিটিতে আমার নামও নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বিষাক্ত স্পিরিট পানে ২ জনের মৃত্যু

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

১০

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

১১

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১২

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১৩

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১৪

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৫

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৬

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৭

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৮

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৯

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

২০
X