বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কমিটিতে আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগ ঘনিষ্ঠদের স্থান দেওয়া এবং তাদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম ও ছাত্র জনতার প্রতিনিধি কাজল খন্দকার।

এ সময় বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, যে এনসিপি গণমানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, দলীয় স্বার্থে এনসিপিকে ব্যবহার করে আন্দোলন বিভ্রান্ত করার চেষ্টাকারীদের অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে বকশীগঞ্জ উপজেলা এনসিপি কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার পর থেকেই তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করে আসছে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’। তাদের অভিযোগ, এনসিপিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পুনর্বাসন কেন্দ্র বানানোর হীন উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।

তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, আমার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না। আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে আমি জড়িত না, কমিটিতে আমার নামও নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X