বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কমিটিতে আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল করেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগ ঘনিষ্ঠদের স্থান দেওয়া এবং তাদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম ও ছাত্র জনতার প্রতিনিধি কাজল খন্দকার।

এ সময় বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, যে এনসিপি গণমানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, দলীয় স্বার্থে এনসিপিকে ব্যবহার করে আন্দোলন বিভ্রান্ত করার চেষ্টাকারীদের অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে বকশীগঞ্জ উপজেলা এনসিপি কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার পর থেকেই তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করে আসছে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’। তাদের অভিযোগ, এনসিপিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পুনর্বাসন কেন্দ্র বানানোর হীন উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।

তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, আমার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না। আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে আমি জড়িত না, কমিটিতে আমার নামও নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X