কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুজন খুন হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আবদুস সাত্তার (৪০) ও খোরশেদ আলম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন, খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দিতে যান। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ। খবরটি শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটুনি দিলে তিনিও ঘটনাস্থলে নিহত হন।
মন্তব্য করুন