নারায়ণগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে সদর থানায় এই মামলা করা হয়। এর আগে বুধবার (৩০ আগস্ট) বিকেলে কালো পতাকা মিছিলপূর্ব নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা করেন। তাদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
হামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানকে বেধড়ক মারধর ও আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এসএম জহিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মন্তব্য করুন