শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বুড়িমারী স্থলবন্দর

আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ী-শ্রমিকরা

বুড়িমারী স্থলবন্দর। ছবি : কালবেলা
বুড়িমারী স্থলবন্দর। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে টানা শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত এ কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থলবন্দর। এতে সরকার দৈনিক প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রোববার (২৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়।

তবে বন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

রোববার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বুড়িমারী কাস্টমস অফিস ও বন্দর এলাকায় নীরবতা বিরাজ করছে। ব্যস্ততম এ বন্দরে কর্মী ও পণ্যবাহী ট্রাকের দেখা মেলেনি। ভারতের বিপরীতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে শুল্কায়ন না হওয়ায় বুড়িমারী বন্দরের ইয়ার্ডে ভারত থেকে আসা ১৪টি পণ্যবাহী ট্রাক এবং রপ্তানি পণ্যবোঝাই দুটি ট্রাক তিন দিন ধরে আটকে রয়েছে। ফলে পরিবহন চালক ও সহকারীরা পড়েছেন নানা দুর্ভোগে।

স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাই কাজে নিয়োজিত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় জীবিকা নির্বাহ নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

শ্রমিক মইদুল ইসলাম বলেন, কাস্টমের লোকজন কোনো কাজ করছেন না, এজন্য গাড়িও আসছে না। বন্দরে বসে আছি, কাজ না করলে সংসার চলবে কীভাবে?

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন কালবেলাকে বলেন, দুদিন ধরে কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। দ্রুত এর সমাধান দরকার।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন কালবেলাকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির কারণে শুল্কায়ন বন্ধ রয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলে পূর্বের মতো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দরের এ অচলাবস্থা চলতে থাকলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে সার্বিক বাণিজ্যচক্র। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X