তেলের দাম বৃদ্ধি, লঞ্চের ভাড়া বৃদ্ধি ও যাত্রী সংকটে চাঁদপুর থেকে সরাসরি বরিশাল-বরগুনাগামী লঞ্চ প্রতিনিয়ত না থাকায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। চরম ভোগান্তিতে রয়েছে এ রুটের যাত্রীরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সরজমিনে চাঁদপুর লঞ্চঘাটে গেলে যাত্রী দুর্ভোগের এ চিত্র দেখা যায়।
চট্টগ্রামগামী যাত্রী আসাদুজ্জামান সাকিব বলেন, প্রতিদিন চাঁদপুর থেকে রাত ১০ টায় এবং রাত সাড়ে ১১ টায় বরিশালগামী ২টি লঞ্চ চলাচল করতো। হঠাৎ করেই গত ২ সপ্তাহ যাবৎ লঞ্চগুলো বন্ধ রয়েছে। এতে করে আমরা যারা চট্টগ্রাম থেকে চাঁদপুর এসে লঞ্চযোগে বরিশাল যেতে চাচ্ছি তারা চরম এক ভোগান্তিতে রয়েছি।
চাঁদপুর লঞ্চঘাট তথ্য অনুযায়ী, চাঁদপুর হতে পূবালী-১ এবং রাজহংস-৮ নামের এই দুটি লঞ্চ বরিশাল বরগুনা চলাচল করতো। এ ছাড়াও অনিয়মিতভাবে সুন্দরবন-১২ লঞ্চটি রাত সাড়ে ১১ টার পর ঢাকা থেকে চাঁদপুর ঘাট এসে বরিশালের উদ্দ্যেশ্যে ছেড়ে যেত। কিন্তু তা এখন করা হচ্ছে না। এমনকি গত ৩১ আগস্ট হতে ঢাকা থেকে ছেড়ে আসা পূবালী-১ এবং রাজহংস-৮ লঞ্চ দুটিও এখন চাঁদপুর ঘাটে ভিড়ছে না। এতে করে যাত্রীদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই।
সাদিয়া নামের এক যাত্রী জানান, সরাসরি লঞ্চ না থাকায় আমাদের এখন চাঁদপুর থেকে বরিশাল ৩০০ টাকার ভাড়া হলেও তা বর্তমানে তিন গুণ বেশি দিতে হচ্ছে। যার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাছাড়া বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটের টিআই মো. শাহ আলম, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর হয়ে ভোলা-লালমোহন-ঘোষেরহাটগামী ১টি লঞ্চ চললেও তা বন্ধ রয়েছে। তাছাড়া আমরা বরিশালগামী লঞ্চগুলোর মালিকদের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তারা আমাদের কথা শুনেনি। তবুও আমাদের পক্ষ থেকে যাত্রীসেবা নিশ্চিতে চেষ্টা করা হচ্ছে। ভোগান্তি কমাতে মাইক্রোফোনে ঘোষণা দিয়ে কীভাবে বরিশাল যেতে হয় তা অবগত করার চেষ্টা করছি।
মন্তব্য করুন