গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ শিশু রিয়া গোপের হত্যার বিচার করা হবে বলে স্বজনদের আশ্বস্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রোববার (০৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান তিনি। এ সময় রিয়া গোপের মা বিউটি গোপের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা পুরো মাসটিকে ডেডিকেটেড করেছি এ জুলাই আন্দোলনের উপরে। যারা চলে গেছেন তাদের পরিবারে গিয়ে এটা বলা, ‘আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি হলো তার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে।’
শহীদ রিয়া গোপের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম হয়েছে। সেখানে যখন বাচ্চারা খেলতে যাবে, বছরের পর বছর, যুগের পর যুগ রিয়ার নামটা থাকবে। তারা যখনই দেখবে, তখনই জিজ্ঞেস করবে—এ নাম কেন দেওয়া হলো? তখনই রিয়ার গল্পটা সবাই জানবে।’
তিনি বলেন, স্টেডিয়ামে সুন্দর কর্নার থাকবে। সেখানে আমাদের যে বাচ্চারা হারিয়ে গেছে তাদের নাম থাকবে। আজ রিয়ার মায়ের কাছে আসতে পেরেছি। সব শহীদের বাড়িতে যাওয়া কঠিন তবে এ ১১টি মেয়ে যারা শহীদ হলো তাদের ও ১৩৫টি শিশু শহীদের পরিবারের চোখের জল মুছে দিতে চাই।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ির ছাদে খেলা করতে গিয়ে বাবার কোলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৬ বছরের শিশু রিয়া গোপ। এ ঘটনার এক বছর পর পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন