সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবিতে ডাকা ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে জীবন-জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া মানুষকে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েন বেশি বিপাকে। পাশাপাশি সিলেটে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়। সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় চলাচল করলেও তা যাত্রীদের তুলনায় কম ছিল। ফলে পরীক্ষার্থীদের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মবিরতির ডাকা দিয়েছিলাম। সকাল থেকে শুরু হয়েছিল অনির্দিষ্টকালের কর্মবিরতি। তবে কেন্দ্রীয় সংগঠনগুলোর সুপারিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের আশ্বাস এবং পরীক্ষার্থী ও বিদেশযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিকাল ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক রয়েছে। বৈঠক পরে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
এর আগে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকা হয় বলে জানান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী পরিবহন শ্রমিক নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন। বিকেল ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন