জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, আওয়ামী লীগকে দেশের কোথাও স্থান দেওয়া হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অথচ আজ শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।
ওয়ান-ইলেভেন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া। তিনি গত ১৭ বছর দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা সেই সময় ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তার পরও তিনি নিজেকে জনগণের মা দাবি করেন! কোন মা সন্তানকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়?
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ইঙ্গিত করে মহিলা দলের সভাপতি বলেন, গত ১৭ বছর ধরে এ এলাকায় অবৈধ আইনমন্ত্রী মামলা-মোকদ্দমা দিয়ে মানুষকে ঘরে থাকতে দেয়নি। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে বাড়িছাড়া করেছে। আজ আল্লাহ তার বিচার শুরু করেছেন।
৩১ দফা রূপরেখার প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। এই দফাগুলোতে আছে কীভাবে সরকার গঠিত হবে, কৃষক ন্যায্য দাম পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়ার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া।
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা ও সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী আন্তরা চৌধুরী। জনসভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন