সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান মিজান নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার মাধবকাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মিজানুর রহমান মিজান (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. ইমদাদুল হক ইমদাদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতাক ছিলেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন