সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপহারের আম। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে ৬০ কার্টনে আমগুলো পাঠানো হয়।
ভারতের আসাম রাজ্যের গৌহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যামলানজ্যুতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকে করে আনা আম তামাবিল স্থলবন্দরে পৌঁছায়। ৬০টি কার্টনে ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল।
আম হস্তান্তরের সময় বাংলাদেশ-ভারতের পোর্ট ও কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, তামাবিল প্ল্যান্ট কোয়ারেন্টাইন ও বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দর সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারত পৌঁছে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন