জ ই আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আষাঢ়েও পানিশূন্য বিল, বিপাকে কৃষক ও জেলেরা

মানিকগঞ্জের হরিরামপুরে সবচেয়ে বৃহৎ তিনটি বিল পানিশূন্য। ছবি : কালবেলা
মানিকগঞ্জের হরিরামপুরে সবচেয়ে বৃহৎ তিনটি বিল পানিশূন্য। ছবি : কালবেলা

আষাঢ় মাস পেরিয়ে গেলেও মানিকগঞ্জের হরিরামপুরের সবচেয়ে বৃহৎ বিল তিনটি—ভাতছালা বিল, দিয়ার বিল ও গোপীনাথপুর বিল এখনো পানিশূন্য। এতে বিপাকে রয়েছে এসব বিল এলাকার শতশত জেলে পরিবার। বিলে পানি না আসায় মিলছে না মিঠাপানির মাছ। এ ছাড়াও পানির অভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে হাজার হাজার বিঘা জমিতে বোনা আমন ধান। হতাশায় রয়েছেন কয়েক হাজার কৃষক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতছালা বিল, দিয়ার বিল ও গোপীনাথপুর বিলে পানি প্রবেশ করে ইছামতী নদী দিয়ে। আর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে ইছামতি। সম্প্রতি পদ্মা থেকে ইছামতি নদীতে পানি প্রবেশ করেছে। তবে পানি প্রবেশ করতে পারছে না বৃহত্তর এ তিনটি বিলসহ বিভিন্ন এলাকার অসংখ্য ছোটখাটো বিল বাঁওড়েও। এর একমাত্র কারণ গ্রামীণ জনপদ উন্নয়নে ইছামতী নদীর সঙ্গে মিলিত বেশ কয়েকটি খালের মুখে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব খালবিলে সময়মতো পানি প্রবেশ না করায় এলাকার জেলে এবং কৃষক পড়েছেন বিপাকে। আগের মতো ইছামতী নদীতে পানি না থাকায় এবং খালবিলে পানি প্রবেশ না করায় অনেক জেলে তাদের জাতিগত পেশা বাদ দিয়ে অন্য পেশায় চলে গেছেন বলেও জানা যায়।

স্থানীয় একাধিক কৃষক ও জেলে জানান, ২৫-৩০ বছর আগে পদ্মা নদী থেকে ইছামতী নদী হয়ে ভাতছালা বিল, দিয়ার বিল ও গোপীনাথপুর বিলে পানি পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করত। ইছামতী নদীর দড়িকান্দি-বাহিরচর বাজার পয়েন্ট, একই নদীতে দড়িকান্দি-বাহিরচরে আরও একটি বাঁধ এবং লেছড়াগঞ্জ বাজার দিয়াপার বাঁধের কারণে ইছামতী নদী হয়ে পদ্মা পানি এখন আর বালিরটেক হয়ে কালীগঙ্গা নদীতে প্রবেশ করে না।

ফলে নদীর পার থেকে ছোট খাল হয়ে আর বিলে পানি প্রবেশ করতে পারে না। এ ছাড়া গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর পদ্মাপাড় থেকে ইছামতী নদীর রামকৃষ্ণপুর মোল্লাবাড়ীর খাল হয়েও ইছামতী নদীর বাহিরচরে পানি প্রবেশ করত। সে খালেও বাঁধ দেওয়া হয়েছে। ফলে বাহিরচর, পিয়াজচর ও দিয়াপাড়-পিয়াজচর দিয়ে দিয়ার বিলে পানি প্রবেশ করতে পারছে না।

অন্যদিকে ইছামতী নদী পানিপ্রবাহ বন্ধ থাকায় চালা ইউনিয়নের আগ্রাইল-দড়িকান্দি, খলিলপুর দিয়ে ভাতছালা বিলে পানি প্রবেশ করতে পারছে না। আগ্রাইলের উৎপল মাঝির বাড়িসংলগ্ন ছোট সেতু বন্ধ করে পাকা সড়ক করা হয়েছে। ভাতছালা বিলে এখন কালীগঙ্গা নদীর বালিরটেক থেকে ইছামতী নদী হয়ে উল্টো দিক থেকে সরু সট্টি খাল দিয়ে পানি প্রবেশ করে। একসময় জুন মাসের শুরু বা মাঝামাঝিতে পানি এলেও জুলাই মাসের মাঝামাঝি সময়েও বিলে পানি প্রবেশ করতে পারেনি।

স্থানীয় আগ্রাইল গ্রামের বাসিন্দা সজল রাজবংশী বলেন, ‘৩৫ বছর ধরে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে সংসার চালাই। একসময় ২০-৩০টি বেড় জালের নৌকা বিলে মাছ ধরত। প্রতিটি জেলে নৌকায় ১০-১২ জন লোক থাকত। আষাঢ় মাসে ২-৪ দিনে বিভিন্ন জায়গা দিয়ে বিলে পানি ঢুকে ভরে যেত। ৫-৬ মাস বিলে আমরা মাছ ধরেছি। আর এখন আষাঢ় মাস শেষ বিলে পানিই ঢুকতে পারেনি। বিলে পানি ঢোকার জায়গা সব বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ওইসব জায়গায় কালভার্ট দিলেও কিছু পানি ঢুকত। ইছামতী নদীতেই তো বাঁধের কারণে পানি আসে না বিলে ঢুকব কেমনে।’

সদর উপজেলার খাবাশপুর গ্রামের নাইম শিকদার বলেন, সদর উপজেলার কয়েকটি গ্রাম ও হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা ভাতছালা বিলে ফসল ফলায়। ওই সব এলাকার জেলেরা ভাতছালা বিলে মাছ ধরে।

হরিরামপুর উপজেলার রাজরা লাউতা গ্রামের পরিমল রাজবংশী বলেন, আমার বাবা-দাদা ভাতছালা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। আমিও ভাতছালা বিলে মাছ ধরি। রাজরা, আগ্রাইল, দড়িকান্দি, লাউতা, বৈকুণ্ঠপুর, গোয়ালনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের জেলেরা ভাতছালা বিলে মাছ ধরে। কয়েক বছর হলো বিলে পানি হয় না। তাই দেশীয় মাছের পাশাপাশি চাষের মাছ কিনে বিক্রি করি। বিলে পানি ঢোকার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

আগ্রাইল গ্রামের বাসিন্দা কৃষক মোসলেম খাঁ বলেন, ৫০-৬০ বছর আগে থেইকা ভাতছালা বিলে ফসল বুনি, ধান লাগাই। এহন আমরা পানির কষ্টে আছি, পাট জাগ দেওয়ার পানিও নাই। আমন ধানও বোনা যায় না। আগ্রাইল, দড়িকান্দি, খলিলপুর, সট্টি, ইজদিয়া, লাউতা, রাজরা, গোয়ালনগর, যাত্রাপুর, উত্তর চাঁদপুর, কল্যাণপুর, সাপাইর, মানিকগঞ্জ সদর উপজেলার বরুনা, কৃষ্ণপুর, খাবাশপুরসহ ২০-২২টি গ্রামের বাসিন্দা ভাতছালা বিলে ফসল ফলায় বলেও দাবি করেন তিনি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু বলেন, গোপীনাথপুর একটা নামকরা বিল। এ বিলে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হয়। বিশেষ করে আমন ধানের জন্য বিখ্যাত এই গোপীনাথপুর বিল; কিন্তু সঠিক সময়ে পানি না আসায় আমন ধান এবং মাছ দুটো থেকে বঞ্চিত হচ্ছি আমরা। এই বিলের চারপাশের যেসব জেলে রয়েছে তারাও মাছ না পাওয়ায় বিপদে। অনেকে আবার অন্য পেশায়ও চলে যাচ্ছে। বিলের প্রবেশ পথগুলো অনেকটাই বন্ধ রয়েছে। এসব প্রবেশপথ না খুলে দিলে আসলে পানিও আসবে না মাছ এবং ধান দুটিরই ক্ষতি হবে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান খান বলেন, ইছামতী নদী পুনর্খননের মাধ্যমে পানিপ্রবাহ বৃদ্ধি ও ভাঙন প্রতিরোধে ঘিওর ও দৌলতপুর উপজেলায় জেলা প্রশাসক এক সম্মেলন করেন। সেখানে এ বিষয়ে প্রকল্প গ্রহণের জন্য কারিগরি কমিটি গঠনের জন্য প্রস্তাবনা পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে জরিপ কাজ চলমান রয়েছে। আর বিলে পানি প্রবেশসহ হরিরামপুর উপজেলার অংশে ইছামতী নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

বিশ্বযুদ্ধের জন্য ক্ষমা চাওয়া জাপানের সেই সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

দেশে চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

কম তেলে সহজ এবং স্বাস্থ্যকর রান্না করবেন যেসব উপায়ে

হাওরের ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল

১০

মাদারীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বয়স বাড়লে কি মা হওয়ার ঝুঁকি বাড়ে? জানুন ডাক্তারদের ভাষায়

১২

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি

১৩

ফের লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

ত্রিপুরার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

১৫

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে’

১৬

স্বপ্নের নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

১৭

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

১৮

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আবেদন

১৯

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সরকারের নতুন বিবৃতি

২০
X