জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে : ফয়জুল করীম

জামালপুরে গণসমাবেশে বক্তব্য দেন মুফতি মোহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
জামালপুরে গণসমাবেশে বক্তব্য দেন মুফতি মোহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে হবে। আমাদের কৃষ্টি কালচারবিরোধী কোনো কার্যালয় থাকতে পারে না। আমি অন্তর্বর্তী সরকারকে বলব এটা বন্ধ করতে, না হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করতে বাধ্য করবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা পাইলট স্কুল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাতপাখায় ভোট চেয়ে মুফতি ফয়জুল করীম বলেন, নৌকা কার মার্কা? ধানের শীষ কার মার্কা, লাঙল কার মার্কা? এসব মার্কা সবই জনগণের কিন্তু নির্বাচনে কোনো মাঝি, কোনো কৃষক কিংবা সাধারণ মানুষ প্রার্থী হয় না। প্রার্থী হয় সব বড়লোক, তারা সব ভুলে যায়। কিন্তু হাতপাখা ধনী, গরিব, সকল শ্রেণি-পেশার মানুষ হাতে রাখে। বুকে নিয়ে ঘুমায় হাতপাখা। আপনারা একবার হাতপাখায় ভোট দেন।

প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা সবাইকে দেখেছেন একবার আমাদের দেখেন। আমরা ব্যর্থ হলে আর কখনো আপনাদের কাছে আসব না।

মুফতি ফয়জুল করীম বলেন, বৈষম্য থেকে মুক্তি পেতে ৪৭ সালে পাকিস্তান আর ভারতের জন্ম হয়েছে কিন্তু কী দেখা গেল পশ্চিম পাকিস্তান শুরু থেকেই আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে থাকে। তারপর বৈষম্যের প্রতিবাদে আন্দোলন করে দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর কত সরকার এলো গেল কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। ধনী-গরিবের বৈষম্য দূর হলো না অথচ স্বাধীনতার মূল কথা ছিল সাম্য, সামাজিক ন্যায়বিচার।

তিনি বলেন, প্রত্যেক মানুষ সমাজে রাষ্ট্রে সমান অধিকার ভোগ করার কথা কিন্তু তা হয়নি। সর্বশেষ ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন করে ছাত্ররা। ধনী গরিব, উঁচু-নীচু মানুষকে অর্থনৈতিকভাবে ভারসাম্যের মধ্যে আনতে ইসলামী শাসনের বিকল্প নেই। কারণ বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে আরও ধনী করে, গরিবকে বেশি গরিব বানায়। কিন্তু ইসলামী অর্থনীতি গরিবকে ধনী করে, ধনীকে ভারসাম্যের মধ্যে রাখে।

তিনি আরও বলেন, চাঁদা ও দুর্নীতি থামে না শুধু হাত বদল হয়। চাঁদা, দুর্নীতি বদল হয় না। আমরা নেতার বদল নয়, নীতির বদল করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনায় তার কাছে নির্বাচনের দিন-তারিখ নিয়ে জানতে চাইলে তিনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পরীক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগে সংস্কার পরে নির্বাচন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ কারি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সাবেক ড. ইউনূস আহমদসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় থেমে গেল শিশু সাদের জীবন

সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার 

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

কিডনি উৎসর্গ করেও সন্তানকে ফেরাতে পারলেন না মা

বিসিক বার্ষিক সম্মেলন ও কর্মশালার প্রথম দিন সফলভাবে অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি, এআই ভিডিও ভাইরাল

১০

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২৪ নেতা

১১

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন জেনে নিন

১২

সুখবর পেলেন ছাত্রদল নেতা জিসান

১৩

আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

১৪

প্রশাসনের ভয়ে রাতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার

১৫

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশু নিহত

১৬

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

১৭

চমকে দিলেন সানি লিওন

১৮

প্রাণী হত্যা, যা বলছে ইসলাম

১৯

দেশ ও বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন ময়মনসিংহের তরুণদের

২০
X