ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয় মাঠ যেন জলাধার, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

বিদ্যালয়ের মাঠজুড়ে থইথই করছে পানি। ছবি : কালবেলা
বিদ্যালয়ের মাঠজুড়ে থইথই করছে পানি। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি জমেছে। বিদ্যালয়ের মাঠজুড়ে থইথই করছে পানি। পুরো মাঠে পানি জমার কারণে বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া বিদ্যালয়ের পেছনে ও দক্ষিণ পাশে রয়েছে গভীর জলাশয়। এসব ঝুঁকিপূর্ণ স্থানে নেই নিরাপত্তা বেষ্টনী। যার ফলে পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে রয়েছে কোমলপ্রাণ শিক্ষার্থীরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টি ও উজানের পানি বৃদ্ধি পাওয়ায় মাঠে পানি জমেছে। বিদ্যালয়ের মাঠে পানি জমার কারণে এবং বিদ্যালয় সংলগ্ন জলাশয়ের পাশে নিরাপত্তা বেষ্টনী না থাকায় শিশু শিক্ষার্থীদের বিশেষ নজরদারিতে রাখতে হচ্ছে। বিদ্যালয় মাঠে এরচেয়ে বেশি পানি বাড়লে পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, এই উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় বর্ষা মৌসুমে ভারতের পানি নেমে আসে। পুরো উপজেলার নিচু এলাকাগুলোর মধ্যে এ এলাকা একটি। তাই বৃষ্টি ও উজানের পানিতে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ কারণেই এই স্কুলমাঠে প্রতি বর্ষা মৌসুমে পানি জমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ভোগান্তিতে ফেলে। স্কুলমাঠটি উঁচু করলে এ সমস্যার সমাধান হবে। স্কুলমাঠ উঁচু করা হলে এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করলে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত থাকবে।

সরেজমিন দেখা গেছে, নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠা পায়। বিদ্যালয়টিতে দুটি ভবন রয়েছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় বিদ্যালয়ের মাঠ থেকেই মাটি সংগ্রহ করায় মাঠটি অনেক নিচু। বিদ্যালয়টি ঘেঁষেই গভীর জলাশয় ও বিস্তীর্ণ ফসলি মাঠ। বিদ্যালয় মাঠ নিচু হওয়ায় ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে। বিদ্যালয়ের মাঠ পানিতে টইটম্বুর। মাঠের পানিতে সাঁতার কাটছে আশপাশের বাড়িঘর থেকে আসা হাঁস। এ চিত্র যেন কোনো বিদ্যালয়ের মাঠের নয়, যেন কোনো জলাধারের চিত্র এটি।

নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, স্কুলমাঠে পানি জমে থাকার কারণে কষ্ট করে শ্রেণিকক্ষে ঢুকতে হয় তাদের। স্কুলমাঠে খেলাধুলা করতে পারছে না তারা। মাঝে মাঝে স্কুলে প্রবেশের সময় পিছলে পড়ে তাদের ইউনিফর্ম ও বই-খাতা ভিজে যায়।

আবুল কালাম নামে এক অভিভাবক বলেন, স্কুলটি নিচু জায়গায় প্রতিষ্ঠা পাওয়ায় প্রতি বর্ষায় পানি উঠে আসে স্কুলমাঠে। এতে শিশু শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এসব বিষয় নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে। কিন্তু কোনো সমাধান এখনো হয়নি। স্কুলের সীমানাপ্রাচীর না থাকায় এই বর্ষায় স্কুলের আশপাশের জলাশয়ে শিশুরা পানিতে পড়ার ঝুঁকিও রয়েছে। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকি।

নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনুরানী সরকার বলেন, স্কুলের স্থানটি নিচু হওয়ায় এখানে বর্ষাকালে পানি জমে। বর্ষাকাল এলে শিশু শিক্ষার্থীদের কষ্ট ভোগ করতে হয়। এ সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আশা করছি এ সমস্যার সমাধান হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন বলেন, এ সমস্যাটি থেকে উত্তরণের জন্য বরাদ্দ চেয়ে জেলা বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। যদি কখনো বরাদ্দ আসে তবে বিদ্যালয়ের মাঠ উঁচু করে দেওয়া হবে। আমরা সীমানা প্রাচীরের চাহিদাও দিয়েছি। আশা করছি পর্যায়ক্রমে সব বাস্তবায়িত হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ আমাকে এ বিষয়ে অবহিত করেনি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার

‘প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হলে সম্পূর্ণরুপে নিরাময় সম্ভব’

চুরি, ডাকাতি ও হত্যার ঘটনায় আতঙ্কিত তারাগঞ্জবাসী

চৌদ্দগ্রামে মেম্বারকে শালিশে না ডাকায় নারীর শ্লীলতাহানির অভিযোগ

রংপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি হিন্দু মহাজোটের

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানে : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

স্বামীর বিরুদ্ধে ‘বালিশ চাঁপা’ দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

মাদ্রাসার সভাপতিকে বাদ দিতে সুপারের কাণ্ড

১০

বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে : শিক্ষা উপদেষ্টা

১১

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

১২

কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন, জরিমানা

১৩

‘তারেক রহমানই গণঅভ্যুত্থানের মূল নায়ক’

১৪

গভীর সমুদ্রে মাছ আহরণে জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৫

পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৬

রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ ও ছাত্রত্ব বাতিল

১৭

রাষ্ট্র মেরামতের এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না : আইন উপদেষ্টা 

১৮

স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : এবি পার্টি

১৯

আ.লীগ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল : প্রিন্স

২০
X