নিজের বিয়ে রুখতে প্রধান শিক্ষক বরাবর আবেদন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার এমন সাহসী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অবগত করি।
ইচ্ছার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার বিষয়ে ওই শিক্ষার্থীর মা (প্রবাসীর স্ত্রী) জানান, পারিবারিকভাবে দেখাশোনা হয়েছে। তবে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়নি। এখন আর মেয়ের বিয়ে দেব না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তার এমন সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। আমরা বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
মন্তব্য করুন