

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারেন। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন