বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ইয়াসিন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়া তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে গত ১৫ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইয়াসিন নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি।
যুবলীগ নেতা ইয়াসিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ফেনী মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন