

সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হলেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত এ পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
আমাদের সময়ের প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় নতুন সম্পাদক মো. শাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে ইউনিক গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, পিএইচপি ফ্যামিলির ডিজিএম সৈয়দ এনামুল হকসহ দৈনিক আমাদের সময়ের বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে শাখাওয়াত হোসেন সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের বলেন, দৈনিক আমাদের সময়কে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করণীয় সবই করা হবে। পত্রিকাটির গৌরব ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ উন্নয়নের তাগাদা দেওয়ার পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিরও আশ্বাস দেন তিনি। দৈনিক আমাদের সময়কে আরও পাঠকনন্দিত ও নির্ভরযোগ্য সংবাদের উৎস হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান নবনিযুক্ত সম্পাদক।
মো. শাখাওয়াত হোসেন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত হন। পরে সাংবাদিকতা ছেড়ে করপোরেট জগতে যোগদান করেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখা অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে তিনি ইংরেজি জাতীয় দৈনিক দ্য বিজনেস পোস্টে ব্যবস্থাপনা সম্পাদক পদে যোগদান করেন। চলতি বছর তিনি এ পদ থেকে অব্যাহতি নেন।
শাখাওয়াত হোসেন করপোরেট জগৎ, বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে দেশের আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াবিষয়ক পর্যটনের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
একজন জ্যেষ্ঠ ট্যুরিজম ও হসপিটালিটি নেতা হিসেবে বৈশ্বিক হোটেল ব্র্যান্ডগুলোয় তিনি বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ক্ষেত্রে তার দূরদর্শী নেতৃত্ব ও পরিচালনাগত উৎকর্ষ বিশেষভাবে স্বীকৃত। একই সঙ্গে তিনি দেশের ট্যুরিজম ও হসপিটালিটি শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি করছেন। এর আগে একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও এমফিল ডিগ্রি অর্জন করেন।
শাখাওয়াত হোসেন ৩ বছর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় অ্যাক্টিং জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তিনি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী রেসিডেন্ট ম্যানেজার হিসেবে স্বীকৃতি অর্জন করেন। ২০১৯ সালের অক্টোবর থেকে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও হিসেবে কর্মরত আছেন। তিনি একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার যিনি একই সঙ্গে একজন ইন্ডাস্ট্রি প্র্যাক্টিশনার, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে কাজ করছেন। দেশে ক্রীড়া-পর্যটন সম্প্রসারণে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং বিসিবি ও বাংলাদেশ পর্যটন বোর্ডের মধ্যে ঐতিহাসিক প্রথম সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে নেতৃত্ব দেন।
শাখাওয়াত হোসেন দীর্ঘ ও বর্ণাঢ্য পেশাজীবনে অস্ট্রেলিয়ান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হসপিটালিটি লিডারশিপ ও ইনোভেশনে বৈশ্বিক উৎকৃষ্টতা অ্যাওয়ার্ড, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া অ্যাট সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (এসএটিএ), সেরা হসপিটালিটি আইকন হিসেবে অ্যামেরিকান কারি অ্যাওয়ার্ড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইএ) মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার, এশিয়ান কারি অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
মন্তব্য করুন