জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তামাবিলে বাস উল্টে ২৮ যাত্রী হাসপাতালে, নিখোঁজ ২

তামাবিল সড়ক থেকে উল্টে যাওয়া বাস। ছবি : কালবেলা
তামাবিল সড়ক থেকে উল্টে যাওয়া বাস। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সাতজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, আর স্থানীয় জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বাকি ২১ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, জাফলং থেকে ছেড়ে আসা গেটলক পরিবহনের একটি বাস ৩২ যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত প্রায় ৭টা ৪০ মিনিটে ফেরিঘাট এলাকায় পৌঁছলে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে উল্টে পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বাসের দুই যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গেটলক পরিবহনের যাত্রীসেবা দীর্ঘদিন ধরেই জনপ্রিয় এবং যাত্রীবান্ধব হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর তাদের পক্ষ থেকে তৎক্ষণাৎ সহায়তা ও যোগাযোগ রক্ষা করার চেষ্টা চালানো হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে, তবে প্রশাসনের দ্রুত ব্যবস্থা ও স্থানীয়দের সহায়তায় অনেকেই প্রাথমিকভাবে নিরাপদ অবস্থায় আছেন বলে জানা গেছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান কালবেলাকে বলেন, ঘটনার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো নিখোঁজ দুই যাত্রীর সন্ধানে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি, যথাযথ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ নিশ্চিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব এবং আমরা সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে ‘রহস্যময়’ পোস্ট হাসনাতের

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

১০

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

১১

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

১২

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১৩

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১৪

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১৫

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৬

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৭

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৮

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৯

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

২০
X