হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
রোববার (০৩ আগষ্ট) সন্ধ্যার পর থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহতের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও তিন জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের দক্ষিণ স্নানঘাট গ্রামে ফুটবল খেলা চলছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে মনাফ মিয়ার পঞ্চায়েতের সামছু মিয়ার ছেলে সেলিম মিয়া ও হাজী বাড়ির তাহির মিয়া মেম্বারের পঞ্চায়েতের সওদাগর মিয়ার ছেলে খলিল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন