খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০টি দরিদ্র পরিবারের মাঝে এক হাজার লিটারের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।
পানির ট্যাংক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্ল্যাহ আল বাকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মো. আ. সালাম, রিপন সরকার, ইউনিট হিসাবরক্ষণ ও মাঠ সহায়ক রিপন সরকার।
পানি সংরক্ষণের জন্য ট্যাংকি পেয়ে উত্তর বেদকাশী গ্রামের হাজরা খাতুন বলেন, আমাদের কাছে একটি পানির ট্যাংক ছিল স্বপ্নের মতো। আগে খাবার পানির জন্য দূরের পুকুর কিংবা উপজেলা সদরে যেতে হতো। এখন ট্যাংক পেয়ে পানির কষ্ট কিছুটা লঘব হবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এ ধরনের ট্যাংকগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।
এ প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলার ৪টি ইউনিয়নে ৩২০টি দরিদ্র পরিবারের মাঝে এসব ট্যাংক বিতরণ করা করা হয়।
মন্তব্য করুন